মাত্র একটি ওষুধেই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে, কম বয়সে হানা দেবে না স্ট্রোক। এমনটাই দাবি ইউিনিভার্সিটি কলেজ অফ লন্ডনের (ইউসিএল) বিজ্ঞানীদের। তাঁরা দাবি করেছেন, তিনটি ওষুধের সমন্বয়ে এমন একটি ওষুধ তৈরি করা হয়েছে, যা একই সঙ্গে হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে। ৪০ থেকে ৭৪ বছর বয়সিদের উপর ওষুধটি ‘ট্রায়াল’ করে দেখা হচ্ছে।
‘দ্য বিএমজে’ মেডিক্যাল জার্নালে এই গবেষণার বিষয়ে লেখা হয়েছে। ওষুধটির নাম ‘পলিপিল’। গবেষকেরা জানাচ্ছেন, তিনটি রক্তচাপের ওষুধের সমন্বয়ে এই ওষুধটি তৈরি করা হয়েছে। এটি খেলে রক্তচাপ বশে থাকবে, হৃৎস্পন্দনের হারও স্বাভাবিক থাকবে। যাঁদের একবার স্ট্রোক হয়ে গিয়েছে অথবা হার্টের অসুখ বা হাইপারটেনশন আছে, তাঁদের যদি চিকিৎসকের পরামর্শমতো সঠিক ডোজ়ে ওষুধটি খাওয়ানো হয়, তা হলে আচমকা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমবে। যদিও ওষুধটি এখনও ট্রায়ালের পর্যায়েই রয়েছে। বহু মানুষের উপর পরীক্ষা করে তবেই নিশ্চিত হতে পারবেন গবেষকেরা।
আরও পড়ুন:
এমন ধরনের ককটেল ওষুধ খাওয়া কি ভাল? চিকিৎসার ভাষায় এই ‘কম্বিনেশন’ ওষুধগুলিকে বলা হয় ‘এফডিসি’, অর্থাৎ ‘ফিক্সড ডোজ় কম্বিনেশন’। একাধিক ওষুধ বিভিন্ন মাত্রায় যোগ করে একটি ওষুধ তৈরি হয়। সহজ করে বললে, একাধিক রাসায়নিক গঠনযুক্ত ওষুধ। তার প্রভাব সকলের শরীরে এক রকম হবে কি না তা জানা নেই। এই বিষয়ে স্নায়ুরোগ চিকিৎসক অনিমেষ করের মত, সুগার বা প্রেশারের ওষুধের মিশ্রণ তা-ও মানা যায়। কারণ, দীর্ঘ সময় খেতে হয় এমন ওষুধ। যিনি চার থেকে পাঁচটি ওষুধ খান, তাঁকে একটি দিলে সুবিধাই হবে। কিন্তু যদি তিন রকম ওষুধ মিশিয়ে ককটেল করা হয়, তা হলে অনুপাতের সামান্য হেরফের হলেই বিভিন্ন রকম পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হবে। রোগী যদি চিকিৎসকের পরামর্শ না নিয়েই তেমন ওষুধ কিনে খান, তা হলে অন্য জটিল রোগের আশঙ্কা বাড়বেই।