ছ’মাসের উপকার মিলবে মাত্র ছ’সপ্তাহেই। ছবি- সংগৃহীত
সদ্যোজাতের জন্য মাতৃদুগ্ধ অমৃতসমান। এ কথা জানেন সকলেই। জন্মের পরই শিশুকে মায়ের দুধ খাওয়ানোর চল রয়েছে পৃথিবীর প্রায় সর্বত্র। হালের গবেষণা বলছে, যে সব শিশু জন্মের পর অন্ততপক্ষে ছ’সপ্তাহ মায়ের দুধ পান করে, তাদের মধ্যে মস্তিষ্কের বিকাশ সংক্রান্ত সমস্যা হওয়ার আশঙ্কা কম হয়। ‘প্লজ় মেডিসিন’ পত্রিকায় এই তথ্যটি প্রকাশিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পক্ষ থেকেও এমন নির্দেশ দেওয়া হয়েছে।
গবেষণার প্রধান, চিকিৎসক মাইকেল ফ্লেমিং বলেন, “আমরা সকলেই জানি জন্মের পর ছ’মাস পর্যন্ত সদ্যোজাতদের মাতৃদুগ্ধ পান করাতে কোনও রকম কার্পণ্য করেন না মায়েরা। কিন্তু আমাদের গবেষণায় প্রমাণ মিলেছে, এর থেকে কম সময়ে অবিছিন্ন ভাবে দুধ খাওয়ালেও একই ফল মেলে। বেড়ে ওঠার সময়ে মানসিক বিকাশেও কোনও খামতি থাকে না।” স্কটল্যান্ডে প্রায় দু’লক্ষ শিশুর উপর হওয়া গবেষণা শেষে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy