Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Diabetes

শীতের বাজারে লুকিয়ে আছে এমন একটি সব্জি যা লাগাম টানতে পারে ডায়াবিটিসে

শীত মানেই হরেক সব্জিতে সেজে উঠবে বাজার। তাজা শাকসব্জি খাওয়া এমনিতেই শরীরের পক্ষে ভাল। আর সেই সব সব্জির মধ্যেই লুকিয়ে আছে এমন সম্পদ, যা ডায়াবিটিস রোগীদের জন্য হতে পারে অত্যন্ত উপকারী।

ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে শীতের একটি সব্জি।

ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে শীতের একটি সব্জি। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ১২:৩৯
Share: Save:

শীত পড়তে না পড়তেই হরেক মরসুমি সব্জিতে ভরে গিয়েছে বাজার। তার মধ্যেই লুকিয়ে আছে এমন সম্পদ, যা ডায়াবিটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। অতি পরিচিত সেই সব্জিটি হল— শিম। শিম বাটা থেকে শিম সর্ষে, বাঙালির রান্নাঘরের বহু রান্নাতেই অবাধ বিচরণ শিমের। কেউ কেউ আবার মাছের ঝোল কিংবা পাঁচমিশালি নিরামিষ ঝোলেও শিম দিয়ে থাকেন।

শিমে রয়েছে নানা ধরনের খনিজ পদার্থ। ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং জিঙ্কের মতো বহু খনিজে ভরপুর শিম। তার সঙ্গেই রয়েছে ফাইবার ও প্রোটিন। ফলে নিয়মিত শিম খেলে নানা দিক থেকে উপকার হয় শরীরের। যেহেতু শিমে প্রোটিন এবং ফাইবার বেশি, তাই এগুলি ডায়াবিটিস রোগীদের জন্য দারুন উপকারী হতে পারে। ফাইবার-সমৃদ্ধ খাবার খুব ধীরে ধীরে পাচিত হয়। ফলে এক ধাক্কায় রক্তে শর্করার মাত্রা বাড়ে না। তা ছাড়াও শিমে ডেইডজেইন এবং জেনিস্টেইন নামের ‘ফাইটোনিউট্রিয়েন্ট’ রয়েছে। এগুলি এমন উপাদান, যা ইনসুলিনের প্রতি কোষের সংবেদনশীলতা বাড়িয়ে তুলতে সহায়তা করে। ফলে ডায়াবিটিস নিয়ন্ত্রণে থাকে।

ক্যালশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং জিঙ্কের মতো বহু খনিজে ভরপুর শিম।

ক্যালশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং জিঙ্কের মতো বহু খনিজে ভরপুর শিম। —ফাইল চিত্র

শুধু ডায়াবিটিস নিয়ন্ত্রণই নয়, আরও হরেক গুণ রয়েছে শিমের। কী কী উপকার পাওয়া যায় শিম খেলে?

১) রোগের প্রতিকার এবং প্রতিরোধের ক্ষমতা বাড়ে।

২) প্রচুর পরিমাণ খনিজ পদার্থ থাকায় চুল পড়ার সমস্যা কমাতে সাহায্য করে শিম।

৩) ফাইবার বেশি থাকায় কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে থাকে।

৪) রক্তে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে শিম।

৫) হৃদ্‌রোগের ঝুঁকিও কমায় শিম।

অন্য বিষয়গুলি:

Diabetes beans Winter Vegetable
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE