নেটমাধ্যমে রবিবার নিজের মতামত জানিয়েছেন ‘দঙ্গল’-এর অভিনেত্রী
হিজাব বিতর্কে উত্তাল গোটা দেশ। কর্নাটকের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার সূত্রপাত হলেও, দ্রুত তা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। হিজাব-বিতর্ক নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন বিভিন্ন খ্যাতনামীরা। এ বার সেই তালিকায় যুক্ত হলেন জাইরা ওয়াসিম।
নেটমাধ্যমে রবিবার নিজের মতামত জানিয়েছেন ‘দঙ্গল’-এর অভিনেত্রী। লিখেছেন, ‘হিজাব ইসলাম ধর্মে ঐচ্ছিক নয়, এটা বাধ্যতামূলক।’ তাঁর মতে, এক জন মহিলা যখন হিজাব পরেন, তখন তিনি আল্লার থেকে পাওয়া একটি দায়িত্ব পালন করেন। যে আল্লাকে তিনি ভালবাসেন এবং যাঁর কাছে নিজেকে সমর্পণ করেছেন।
যে ভাবে মুসলিম মহিলাদের হিজাব এবং পড়াশোনার মধ্যে যে কোনও একটি বেছে নিতে বাধ্য করা হচ্ছে, তারও প্রতিবাদ করেছেন ‘দঙ্গল’-এর অভিনেত্রী।
প্রসঙ্গত, ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবির জন্য পুরস্কার জিতেছেন জাইরা। তার পর ২০১৯ সালে আচমকাই অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। তখন জাইরার মনে হয়েছিল, ইসলাম ধর্মবলম্বী হয়ে অভিনয় করার অর্থ ধর্মের বিরুদ্ধাচরণ করা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy