এক সময়ে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন আলিয়া ভট্ট। কখনও সিদ্ধার্থ মলহোত্র, কখনও বরুণ ধওয়ান। তাঁর অভিনয়ের খ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশেও। রণবীর কপূরের সঙ্গে প্রেম, তার পর বিয়ে। তবে আলিয়া যে অন্য এক পুরুষের স্বপ্নচারিণী ছিলেন, কে জানত! সম্প্রতি তেমনই এক তথ্য ফাঁস। জানা গিয়েছে, জনপ্রিয় ইউটিউবার এবং ‘বিগ বস্’-খ্যাত এলভিস যাদব নাকি মনে মনে চাইতেন আলিয়াকে! রণবীর কপূর তাঁর কামনায় জল ঢেলেছেন। এ কথা নিজেই স্বীকার করেছেন তিনি।
এলভিসের ইউটিউব চ্যানেল জনপ্রিয়। বিনোদন দুনিয়ার খ্যাতনামীদের নিত্য আনাগোনা সেখানে। সম্প্রতি, এলভিসের সঙ্গে অন্তরঙ্গ আড্ডা দিতে এসেছিলেন ‘নাগিন’-খ্যাত প্রতীক সেহাজপাল। শরীরচর্চা সংক্রান্ত কথাবার্তা দিয়ে আড্ডা শুরু হয়। কারণ, প্রতীক শরীরচর্চা নিয়ে প্রচণ্ড খুঁতখুঁতে। এর পরেই কথায় কথায় ইউটিউবার জানতে চান, অভিনেতার প্রিয় অভিনেত্রী কে? প্রতীক জানান, তিনি আলিয়াকে ভীষণ পছন্দ করেন। ওঁর অভিনয়ের কোনও তুলনা হয় না। সঙ্গে সঙ্গে সায় দেন এলভিস। তার পরেই নাকি দুঃখ করে বলেন, “ভাল লেগেই বা কী হবে। বিয়ে হয়ে গিয়েছে। এক সন্তানের মা-ও হয়ে গিয়েছেন আলিয়া।”
আরও পড়ুন:
প্রতীক অবশ্য সান্ত্বনা দিয়ে জানান, তাতে কী হয়েছে! আলিয়া তো আর তার জন্য অভিনয় ছেড়ে দেননি। তিনি যেমন অভিনয় করছিলেন তেমনই করছেন। এর সঙ্গে বিয়ে বা মা হওয়ার কী সম্পর্ক? এই কথার পরেই নাকি এলভিস ফাঁস করেন তাঁর মনের কথা। বলেন, “আমার সমস্যা আছে! আলিয়াকে মন থেকে ভালবেসেছিলাম। ভেবেছিলাম বিয়ে করব। রণবীরজি সেই ইচ্ছেয় জল ঢেলে দিয়েছেন!” এ কথা বলেই হেসে ফেলেন তিনি। হাসতে থাকেন আমন্ত্রিত অতিথি প্রতীকও। এর পর অনুষ্ঠান চলাকালীন রণবীরের কাছে ক্ষমা চেয়ে নেন এলভিস। মজা করে জানান, এই প্রসঙ্গ তিনি একেবারেই তুলতে চাননি। কিন্তু কথাপ্রসঙ্গে প্রকাশ্যে আসার পর নিজেকে সামলাতেও পারেননি।