Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Yashraj Mukhate

বেস থেকে শুরু করে কি-বোর্ড, সবই বাজালেন নিজের গলায়, ফের ভাইরাল যশরাজ

দেশবাসীর কাছে এই অ্যাকাপেলা ফর্মটিকে জনপ্রিয় করে তুলেছিলেন মধ্যপ্রাচ্যের আলা ওয়ার্দি৷ বলিউডের বিখ্যাত গানগুলি নিয়ে তিনি এ ভাবেই ভিডিয়ো বানাতেন।

যশরাজ মুখাটে

যশরাজ মুখাটে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৫:১৩
Share: Save:

‘সাডা কুত্তা’-র পরে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’। তবে এ বারে অন্য ফর্ম বেছে নিলেন যশরাজ মুখাটে। অ্যাকাপেলা নিয়ে এলেন তিনি। ফের ভাইরাল যশরাজ।

গান গাইলেন, বেস গিটার বাজালেন, কি-বোর্ড ব্যবহার করলেন, ড্রামস, শেকারও বাজল তালে তালে। কিন্তু একটিও আসল বাদ্যযন্ত্র নয়। এ সবই বাজল যশরাজের গলায়।

আলাদা আলাদা করে গলায় ‘বাজিয়ে’ তার পর এডিট করলেন মিউজিশিয়ান। জুড়ে যা দাঁড়াল, তা রীতিমতো মজার জিনিস। ‘রেহনা হ্যায় তেরে দিল মে’-র ‘এ বোলো বোলো’ গান গাইলেন তিনি। তাঁর পিছনে দাঁড়িয়ে আরও চারটি যশরাজ। প্রত্যেক যশরাজ এক একটি করে যন্ত্র বেছে নিয়েছেন। গানের তালে তালে মুখে বাজাচ্ছেন সেই সব।

A post shared by Yashraj Mukhate (@yashrajmukhate)

আরও পড়ুন: খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন মৌনি! পাত্র কে?

দেশবাসীর কাছে এই অ্যাকাপেলা ফর্মটিকে জনপ্রিয় করে তুলেছিলেন মধ্যপ্রাচ্যের আলা ওয়ার্দি৷ বলিউডের বিখ্যাত গানগুলি নিয়ে তিনি এ ভাবেই ভিডিয়ো বানাতেন। এক আলা ওয়ার্দি গান গাইছেন, তো আর একজনের মুখে বাজছে কি-বোর্ড। এ ছাড়া একই সময়ে আমেরিকা ও ইংল্যান্ডে অ্যাকাপেলা নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছিল। তবে প্রথম এই ফর্মটির সূচনা হয় ১৯৮২ সালে ইয়োরোপে। কিথ ল্যাঙ্কাস্টার একটি দল বানিয়েছিলেন। কনটেমপোরারি ক্রিশ্চিয়ান গ্রুপ-এর একাধিক পুরুষ মিলে কোনও বাদ্যযন্ত্র ছাড়া কেবল খালি গলায় গান ও বাদ্যযন্ত্রের সুর বার করতেন। ১৯৮৮ সালে আমেরিকান গায়ক ববি ম্যাকফেরিনের অ্যাকাপেলা কম্পোজিশন ‘ডোন্ট ওরি বি হ্যাপি’ সারা পৃথিবীকেই কাঁপিয়ে দিয়েছিল।

আরও পড়ুন: রুবিনার স্বামীর চোখে নিজের জন্য ভালবাসা দেখে‌ছেন রাখি, নতুন প্রেমের জন্য কী করবেন তিনি?

অন্য বিষয়গুলি:

Yashraj Mukhate acapella Bollywood song
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE