ফের পুরনো মেজাজে ধরা দিতে চলেছেন তিনি। মাঝখানে কেটে গিয়েছে দীর্ঘ কয়েকটি বছর। অভিনয় জীবনের গোড়ার দিকে তাঁর অভিনীত খলনায়কের চরিত্র দর্শকমনে অন্য আবেদন তৈরি করেছিল। সে সময় শাহরুখ খান খলনায়কের চরিত্রে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠায় বার বার এই ধরনের চরিত্রের জন্য প্রস্তাব পাচ্ছিলেন। পরবর্তীকালে একটা সময়ের পর শাহরুখ মানেই প্রেমের প্রতীক। পর্দায় নায়িকাদের সঙ্গে তিনি প্রেমের তুফান তুলেছেন। সূত্রের খবর, বলিউডের বাদশা আবারও খলনায়ক হয়েই নাকি ফিরতে চলেছেন। জানা গিয়েছে, দক্ষিণী পরিচালক সুকুমারের আগামী ছবিতে তিনি জবরদস্ত ‘ভিলেন’। এই ছবিতে নায়কের চরিত্রে দেখা যেতে পারে ‘পুষ্পারাজ’ অল্লু অর্জুনকে।
শাহরুখ এর আগেও একাধিক দক্ষিণী পরিচালকের ছবিতে অভিনয় করেছেন। তালিকায় মণিরত্নমের ‘দিল সে’, অ্যাটলির ‘জওয়ান’। দ্বিতীয় ছবিতে বাবা-ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এ বার তাঁকে কী ধরনের চরিত্রে দেখা যাবে? খবর মিলেছে, গ্রামের রাজনৈতিক প্রেক্ষাপট ধরা দিতে চলেছে সুকুমারের আগামী ছবিতে। সেখানেই ‘অ্যান্টি হিরো’ তিনি। একেবারে গ্রামের মেঠো চরিত্রে শাহরুখের দেখা মিলবে।
আরও পড়ুন:
খবর প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যম তোলপাড়। সাড়া পড়ে গিয়েছে বলিউড ও দক্ষিণী বিনোদন দুনিয়ায়। দ্বিধাবিভক্ত শাহরুখের অনুরাগীরাও। এক দল শাহরুখ-অল্লুর এক ফ্রেমে অভিনয় দেখার জন্য মুখিয়ে। আর এক দল, তারকাখচিত এই ছবি কতটা বাস্তবায়িত হবে, তা নিয়েও ভাবিত। কিছু নেটাগরিকের প্রশ্ন, এ রকম অনেক ছবিরই ঘোষণা হয়। তার পর দেখা যায়, কোনও না কোনও অছিলায় ছবিটি তৈরিই হল না! কিং খান ও অল্লু অর্জুনের টক্কর দেখতে এক প্রকার উদগ্রীব অনুরাগীরা।