Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Bollywood Gossip

কুম্ভ থেকে অল্লু অর্জুনের নায়িকা! ‘পুষ্পা ৩’ দিয়ে ছবির দুনিয়ায় মালা বিক্রেতা মোনালিসা?

ইন্দোরের ষোড়শীর চোখের মায়ায় বুঁদ তামাম দেশ। সমাজমাধ্যমে শুধুই তিনি! গুঞ্জন, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন।

অল্লু অর্জুনের ডাকে সাড়া দেবেন মোনালিসা ভোঁসলে?

অল্লু অর্জুনের ডাকে সাড়া দেবেন মোনালিসা ভোঁসলে? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১১:৫৮
Share: Save:

বনফুলের মালা গেঁথে মাহেশের রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল রাধারাণী, দাম মাত্র এক পয়সা। কিন্তু হঠাৎই এল বৃষ্টি, কেচাবেচা উঠল মাথায়। ১৮৮৬ সাল নাগাদ রাধারাণীকে নায়িকা করেছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রায় ১৩৯ বছর পর তেমনই এক মালাপসারিণীকে পাওয়া গেল আর এক মেলায়। মাহেশ থেকে প্রায় সাত-আটশো কিলোমিটার দূরে এলাহাবাদে— মহাকুম্ভের মেলায়। আর সেই মালাপসারিণীকে নিয়েই দেশ উত্তাল, নাম মোনালিসা।

১৫০৩ সাল ২০২৫— যুগের সঙ্গে তাল মিলিয়ে বাহ্যিক রূপ হয়তো বদলেছে। কয়েক শতক পেরিয়েও মোনালিসার আকর্ষণে বিন্দুমাত্র টান ধরেনি। তা সে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবিই হোক কিংবা কুম্ভমেলার পাথরের মালা বিক্রেতা। সৌন্দর্যপিয়াসীর নজরে আরও এক বার এ কালের মোনালিসা ভোঁসলে। ইন্দোরের ষোড়শীর চোখের মায়ায় বুঁদ তামাম দেশ। সমাজমাধ্যমে এখন শুধুই তিনি! এই খ্যাতির বিড়ম্বনায় নাকি মালা বিক্রিই হচ্ছিল না। তাই মেলা ছেড়ে চলে গিয়েছেন মোনালিসা। তবে যা হয়, সবই নাকি ভালর জন্য হয়! এরই মধ্যে শোনা যাচ্ছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। অল্লু অর্জুন ‘পুষ্পা ৩’-এ তাঁকেই নাকি নায়িকা হিসেবে পেতে চান।

বাড়িতে মা-বাবা, তুতো ভাই-বোন মিলিয়ে বড় পরিবার। এক বর্ণ লেখাপড়া জানেন না। তাই নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। সাদামাঠা যুক্তি, “আমি বিদেশে পড়তে গেলে মা-বাবাকে দেখবে, খাওয়াবে কে?” এই কারণেই তিনি প্রতি বছর কুম্ভমেলায় আসেন। নানা রকম পাথর দিয়ে তৈরি রকমারি মালা বিক্রি করেন। ভালই বিক্রি হত তাঁর। বাদ সেধেছে ২০২৫। এক যুবক তাঁর ভাসা ভাসা বিড়ালাক্ষীর ছবি তুলে কী কুক্ষণে সমাজমাধ্যমে দিয়েছিলেন। ব্যস, চোখ দিয়েই চোখের মণি প্রত্যেকের। “লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী। ধান্দা চৌপাট। বিক্রি নেই। যেখানে যাচ্ছি পিছনে লোক দৌড়োচ্ছে। মোনালিসা মোনালিসা ডাকতে ডাকতে...! এ বছরের মেলা আমার সর্বনাশ করে দিল।”

মোনালিসার গল্প এখানেই শেষ হতে পারত। কিন্তু হচ্ছে না। সাফল্য তাঁর জীবনকে ছুঁয়েছে। যার ছোঁয়ায় ধীরে ধীরে বদলাতে শুরু করেছে ষোড়শীর জীবন। নিজের ইউটিউব খুলেছেন। সেখানে লক্ষ লোকের আনাগোনা, এক ঝলক তাঁকে দেখবে বলে! সদ্য রূপটান করে নতুন সাজে হাজির তিনি। মোনালিসার নয়া ‘লুক’ মন কেড়েছে অনুরাগীদের। শোনা যাচ্ছে, পারিবারিক পেশা ছেড়ে শিগগিরিই রুপোলি পর্দায় নিজেকে মেলে ধরবেন। হতে পারে ছোট পর্দার কোনও হিন্দি অনুষ্ঠানে। হতেই পারে অল্লু অর্জুনের নায়িকা রূপে!

অন্য বিষয়গুলি:

Allu Arjun Monalisa Bhasle Pushpa 3 Maha Kumbha 2025
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy