Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Snehashish Chakraborty

Madhabilata: গল্পে একঘেয়েমি, প্রেক্ষাপটের অভাব, ধারাবাহিক তৈরি করতেই চাইছিলেন না স্নেহাশিস!

শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’। ধারাবাহিক নিয়ে সাংবাদিক বৈঠকে বিরক্তি প্রকাশ করলেন পরিচালক।

সবুজ বাঁচানোর বার্তাই দিতে আসছে স্নেহাশিস চক্রবর্তীর নতুন ধারাবাহিক।

সবুজ বাঁচানোর বার্তাই দিতে আসছে স্নেহাশিস চক্রবর্তীর নতুন ধারাবাহিক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ১২:৪৫
Share: Save:

২২ অগস্ট থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’। মাধবীলতা এমন একটি মেয়ের গল্প যে পরিবেশ বাঁচাতে প্রাণ পর্যন্ত দিতে পারে। সভ্যতার যত উন্নয়ন ঘটছে ততই কমে যাচ্ছে সবুজ। সেই সবুজ বাঁচানোর বার্তাই দিতে আসছে স্নেহাশিস চক্রবর্তীর এই নতুন ধারাবাহিক।

স্নেহাশিসের দাবি, ওড়িশার জঙ্গলে এমনই এক মেয়ের সন্ধান পেয়েছিলেন তিনি। সেখান থেকেই দর্শককে এই গল্প বলার ভাবনা। এত বছরে তাঁর তরফ থেকে বহু ধারাবাহিক উপহার পেয়েছে দর্শক। এত বছর ধারাবাহিক তৈরির পর আর গল্প বলার ইচ্ছা নেই পরিচালকের। হঠাৎ এই অনীহার কারণ কী?

‘মাধবীলতা’ ধারাবাহিক নিয়ে সাংবাদিক বৈঠকে স্পষ্ট জবাব দিলেন পরিচালক। তিনি বললেন, “ধারাবাহিক তৈরি করার আর ইচ্ছাই ছিল না।” কিন্তু কেন এই বক্তব্য তাঁর। আনন্দবাজার অনলাইনের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কোনও ধারাবাহিকের গল্পই ইদানীং কালে মন কাড়তে পারছে না। সেই একই ধরনের প্রক্ষাপট। মানুষের আগ্রহ হারিয়ে যাচ্ছে। এটা ভীষণ ভয়ের কথা। এই জন্যই আমি সিরিয়াল তৈরি ছেড়ে দিতে চেয়েছিলাম।”

আবারও তাই দর্শককে নতুন স্বাদের গল্প নিয়ে পর্দায় ফিরছেন পরিচালক। ‘মাধবীলতা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দর্শকরা দেখবেন শ্রাবণী ভুঁইয়া এবং সুস্মিত মুখোপাধ্যায়কে। সুস্মিতকে দর্শক আগে দেখেছেন ‘বরণ’ ধারাবাহিকে। আর শ্রাবণী অভিনয় করেছিলেন ‘জীবনসাথী’ ধারাবাহিকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE