প্রায় সাড়ে তিন বছর ধরে সম্প্রচারিত হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য-দীপার জীবনে অনেক পরিবর্তন এসেছে। তাদের যমজ সন্তান সোনা, রূপাও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। নতুন গল্পও তৈরি হয়েছে। নতুন পর্বে দেখা গিয়েছে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে, এক নতুন চরিত্রে। কাহিনিতে এসেছে নয়া মোড়।
দর্শকের একাংশের মতে এ বার শীঘ্রই শেষ করে দেওয়া উচিত এই মেগা। অথবা, নতুন ভাবে গল্পকে ভাবা উচিত। কিন্তু নির্মাতারা এই মুহূর্তে ধারাবাহিক শেষ করার কোনও পরিকল্পনা করছেন না। সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে দেখা যাচ্ছে অনেকেই নাকি এই ধারাবাহিক শেষ করার দাবি তুলেছেন।
আরও পড়ুন:
তবে অরিজিতাকে নতুন লুকে দেখে খুশি তাঁর অনুরাগীরা। বড় লাল টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, গলায় সোনার হার— এমন লুকে তাঁকে আগে কখনও দেখেননি দর্শক। ভয় ধরানো শাশুড়ি আবার পেশাগত জীবনে দুঁদে উকিল। গল্পের মোড় ঘুরেছে প্রতিশোধের দিকে। সূর্য-দীপার পরিবারের উপর বহু দিনের আক্রোশ কুন্তলা কুমারের।
অরিজিতার চরিত্র প্রকাশ্যে আসার পর দর্শক মনে প্রশ্ন তা হলে কি এ বার অন্য স্বাদ পাওয়া যাবে ধারাবাহিকে! সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে দেখা যাবে অনেকের মনেই নানা প্রশ্ন তৈরি হয়েছে। কেউ লিখেছেন, “গল্পের কোনও মাথামুণ্ড নেই। এই ধারাবাহিক এ বার শেষ করে দেওয়া দরকার।” আবার কেউ লিখেছেন, “সূর্য আর তার দুই মেয়েকে তো দেখে প্রায় একই বয়সি মনে হয়। কেন এমন গল্প তৈরি করছেন আপনারা।” যদিও টিআরপি তালিকায় চোখ রাখলে দেখা যাবে এখনও দর্শকের একাংশ এই কাহিনিতে মজে। এই নতুন গল্পে সোনা, রুপোর জীবন কোন দিকে মোড় সেই তা দেখার অপেক্ষাতেই রয়েছেন দর্শক।