Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Ankush Hazra

সাদা ও গোলাপি প্রিন্টের জামা আর ঠোঁটে লিপস্টিক লাগালেন কেন অঙ্কুশ?

হাতে অফুরন্ত অবসর। আর এই হঠাৎ পাওয়া কর্মবিরতিতে আপাতত বাড়িতেই কোয়ালিটি টাইম কাটাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

অঙ্কুশ ও ঐন্দ্রিলা।

অঙ্কুশ ও ঐন্দ্রিলা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২০ ১৮:০৯
Share: Save:

করোনা আতঙ্কে বেশ কিছু দিন ধরেই একেবারে গৃহবন্দি অঙ্কুশ-ঐন্দ্রিলা। বাতিল হয়ে গিয়েছে লন্ডন যাত্রা। শুটিংও বন্ধ। ফাঁক পেলেই লং ড্রাইভে বেরিয়ে পড়া টলিপাড়ার এই দুই লাভ বার্ড আপাতত রয়েছেন হোম আইসোলেশনেই।

হাতে অফুরন্ত অবসর। আর এই হঠাৎ পাওয়া কর্মবিরতিতে আপাতত বাড়িতেই কোয়ালিটি টাইম কাটাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। অঙ্কুশের বাইপাসের বাড়িতেই কখনও ইন্ডোর গেম খেলে, আবার কখনও বা একসঙ্গে সিনেমা দেখে দিন কাটছে তাঁদের। ইনস্টাগ্রামে সেই ভালবাসা মাখা মুহূর্ত ভাগও করে নিচ্ছেন অনুরাগীদের জন্য।

এর মাঝেই অঙ্কুশ প্রায় সাত বছরের পুরনো ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেই ছবিতে দেখা যাচ্ছে অঙ্কুশ ছোট ছোট ফুল ছাপা ছাপা একটা শর্ট ড্রেস পরেছেন। মাথায় টিপ। ঠোঁটে গোলাপি লিপস্টিক। তিনি জানিয়েছেন, খুব সম্ভবত সাত বছর আগে ঐন্দ্রিলার সঙ্গে কোনও খেলায় হেরে গিয়ে তিনি এই পোশাক পরতে বাধ্য হন। অঙ্কুশের ভক্তেরা এই ছবি দেখে উচ্ছ্বসিত। ছবি দেখে ইনস্টা-য় লাইক করেছেন পরিচালক রাজ চক্রবর্তী।

Almost 7 years old pic.. dont remeber much but i think there was a bet i lost from @love_oindrila .. this was d consequence 😏

A post shared by Ankush (@ankush.official) on

আরও পড়ুন: কাদম্বিনী বনাম কাদম্বিনী: চ্যানেলের লড়াই এখন এক ডাক্তারকে নিয়ে

অন্য বিষয়গুলি:

Ankush Hazra Oindrila Sen Bengali Cinama
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy