Advertisement
২৯ ডিসেম্বর ২০২৪
Priyanka Chopra

‘প্রেমিকের জ্যাকেটে ওঁর গন্ধ পেতাম’, শাহরুখের সঙ্গে সম্পর্কের কথা কবুল করলেন প্রিয়ঙ্কা?

শাহরুখ খানের জ্যাকেট নাকি প্রিয়ঙ্কার কাছে! শাহরুখের সঙ্গে সম্পর্কের কথা কী ভাবে স্বীকার করলেন ‘দেশি গার্ল’?

When Priyanka Chopra flaunts her ex’s jacket, fans are convinced that actress talked about Shah Rukh Khan

প্রিয়ঙ্কার সঙ্গে অনেকের সম্পর্কের গুঞ্জন ছিল। কিন্তু সবচেয়ে আলোচনা শোনা যায় শাহরুখ খানকে নিয়ে। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৭:১৩
Share: Save:

এই মুহূর্তে আন্তর্জাতিক তারকার খেতাব উপভোগ করছেন প্রিয়ঙ্কা চোপড়া। নিক জোনাসের সঙ্গে সংসার পেতেছেন ক্যালিফোর্নিয়ায়। তবে নিকই তো একমাত্র পুরুষ নন অভিনেত্রীর জীবনে। প্রিয়ঙ্কার সঙ্গে অনেকের সম্পর্কের গুঞ্জন ছিল। কিন্তু সবচেয়ে বেশি যাঁকে নিয়ে আলোচনা শোনা যায়, তাঁর নাম শাহরুখ খান। প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর ‘সম্পর্ক’ নিয়ে মুখ খোলেননি শাহরুখও। বরাবরই প্রিয়ঙ্কাকে সহকর্মী বলে পরিচয় দিয়েছেন। কিন্তু এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা তাঁর শাহরুখের সঙ্গে সম্পর্কের কথা কবুল করে নেন! মাঝে যোগসূত্র ছিল একটি চামড়ার জ্যাকেট! আসল ঘটনাটা কী?

হলিউডে শুরুর দিকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি তাঁর প্রাক্তনের জ্যাকেট রেখে দিয়েছেন নিজের কাছে। তাঁর শরীরের গন্ধ পেতে চান, তাই রেখেছেন। সম্প্রতি ফের অভিনেত্রীকে তাঁর প্রাক্তনের জ্যাকেটের কথা জিজ্ঞেস করা হলে প্রিয়ঙ্কার সাফ কথা, ‘‘আমি তাঁকে কখনওই ওই জ্যাকেট ফেরত দেব না। কারণ ওটা আমার।’’ শোয়ের মাঝে ওই জ্যাকেটটি পরে দেখান প্রিয়ঙ্কা।

তার পর থেকেই দুই দুইয়ে চার করেন অনুরাগীরা। কারণে ওই একই জ্যাকেট পরে দেখা গিয়েছিল শাহরুখকে। প্রিয়ঙ্কার কাছে ওই সেই একই ধরনের জ্যাকেট দেখে কারও বুঝতে বাকি নেই, প্রিয়ঙ্কার ইঙ্গিত আসলে কার দিকে ছিল। সম্প্রতি নিজের আসন্ন সিরিজ় সিটাডেল-এর প্রচারে ভারতে এসেছেন অভিনেত্রী। অম্বানীদের অনুষ্ঠানে শাহরুখের সঙ্গে দেখাও হয়েছে তাঁর। তবে সেই অনুষ্ঠানে প্রিয়ঙ্কা এসেছিলেন স্বামী নিকের সঙ্গে। সপরিবারে দেখা মিলেছিল বাদশারও।

অন্য বিষয়গুলি:

Priyanka Chopra Shah Rukh Khan Bollywood Gossip
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy