সায়ন্ত মোদকের সঙ্গে এ বার নাম জড়িয়ে গেল অভিনেত্রী প্রত্যুষা পালের! তিনি নাকি সায়ন্তর সঙ্গে সম্পর্কে ছিলেন, সম্প্রতি এমন খবর ছড়ানো হয়েছে। অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, যা সর্বৈব মিথ্যে। মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে ভুয়ো খবরের বিরুদ্ধে সোচ্চারও হয়েছেন তিনি। তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ভিডিয়ো বার্তায় বলেছেন, “অকারণে আমাকে নিয়ে ভুল খবর পরিবেশিত হচ্ছে। সায়ন্তর সঙ্গে দুটো ধারাবাহিকে কাজ করেছিলাম। এর বাইরে ওর সঙ্গে কোনও সম্পর্ক নেই। সেই ধারাবাহিকের ছবি ব্যবহার করে আমাকে জুড়ে দেওয়া হয়েছে অভিনেতার সঙ্গে। যা একেবারেই কাম্য নয়।”
কেন সায়ন্তর সঙ্গে সম্পর্কের ভুয়ো খবরে নাম জড়াল প্রত্যুষার? প্রশ্ন রেখেছিল আনন্দবাজার ডট কম। অভিনেত্রীর যুক্তি, “মাস ছয়েক আগে সায়ন্তর সঙ্গে হইচই ওয়েব প্ল্যাটফর্মের একটি ‘মিনি সিরিজ়’-এ অভিনয় করেছিলাম। সেখানে এমন ভাবে আমাদের দেখানো হয়েছিল যেন আমরা প্রেম করছি। বর্তমানে সায়ন্তকে নিয়ে চর্চার মধ্যেই সম্ভবত ওই সিরিজ়ের কিছু দৃশ্য ফিরে এসেছে সমাজমাধ্যমে। যার থেকে এই ধরনের ধারণা তৈরি হয়েছে।” সায়ন্ত সহ-অভিনেতা হিসাবে কেমন, সে প্রসঙ্গেও কথা বলেছেন অভিনেত্রী। তাঁর কথায়, “ভীষণ সহযোগিতা করে সায়ন্ত। কখনও আমার সঙ্গে দুর্ব্যবহার করেনি। কোনও রকম কুপ্রস্তাবও দেয়নি। ফলে, আমি ওকে ভালই বলব। যদিও ওর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমার কোনও ধারণা নেই।”
এ দিকে প্রাক্তন প্রেমিকাদের বক্তব্য অনুযায়ী, সম্পর্কে থাকাকালীন তাঁদের উপর অত্যাচার করতেন সায়ন্ত। সেই সূত্র ধরেই বর্তমানে সমালোচনার কেন্দ্রে সায়ন্ত। খবর, মডেল-অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়, প্রিয়াঙ্কা মিত্র, কিরণ মজুমদারের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তিনটি সম্পর্কই ভেঙে যায়। তিন অভিনেত্রী সমাজমাধ্যমে দাবি করেছেন, সায়ন্তর দুর্ব্যবহার বিচ্ছেদের নেপথ্য কারণ। যা নিয়ে তাঁরা নিজেদের ইউটিউব চ্যানেলে বলেছেন। এই প্রসঙ্গে এর আগে আনন্দবাজার ডট কমকে সায়ন্ত বলেছিলেন, “পর পর তিন বার প্রেম ভেঙে যাওয়া নিয়ে অনেকেই আমাকে বলছেন। তাঁদের পরামর্শ, বার বার প্রেম ভাঙলে মনের উপর চাপ এবং ছাপ— দুটোই পড়ে। আমারও মানুষকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ঠিক করেছি, প্রেম-সম্পর্ক থেকে দূরেই থাকব। আরও বেশি করে মনে দেব কাজে। তাতে যদি শান্তি পাই।”
আরও পড়ুন:
বিষয়টি থিতিয়ে যাওয়ার আগেই নতুন করে নাম জড়িয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই আবারও আলোচনায় সায়ন্ত এবং প্রত্যুষা। বিষয়টি নিয়ে যথেষ্ট বিব্রত ‘এসো মা লক্ষ্মী’ ধারাবাহিকের অভিনেত্রী। ইতিমধ্যেই লক্ষাধিক দর্শক সায়ন্ত-প্রত্যুষার মিথ্যে সম্পর্ক নিয়ে তৈরি ভিডিয়ো দেখে ফেলেছেন। অভিনেত্রীর ভিডিয়ো বার্তা কি সেই ভুল ধারণা ভেঙে দিতে পারবে? তিনি নিজেও বিষয়টি নিয়ে যথেষ্ট দ্বিধায়। তাঁর বক্তব্য, “আমিও সেটাই ভাবছি। কারণ, মন্তব্য বিভাগে অনেকেই লিখেছেন, সায়ন্ত এখন চর্চায় বলেই নাকি আমি তাঁর নামের সঙ্গে ইচ্ছে করে নিজের নাম জড়িয়েছি। আদতে নাকি এ রকম কোনও প্রচারই হয়নি। প্রচারে থাকার জন্য পুরোটাই নাকি আমার তৈরি করা।”