Advertisement
১৫ অক্টোবর ২০২৪
Salman Khan-Vivek Oberoi

সলমনের মাথার উপর মৃত্যুর খাঁড়া, বিশ্নোই সমাজের প্রশংসায় পঞ্চমুখ বিবেক ওবেরয়

বাবা সিদ্দিকির মৃত্যুর পর আরও আঁটসাঁট করা হয়েছে সলমনের নিরাপত্তা। কেন বিশ্নোইয়ের প্রশংসা করছেন বিবেক?

(বাঁ দিকে) সলমন খান  বিবেক ওবেরয় (ডান দিকে)।

(বাঁ দিকে) সলমন খান বিবেক ওবেরয় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৪:৪৭
Share: Save:

বাবা সিদ্দিকিকে খুনের দায় স্বীকার করেছে বিশ্নোই গ্যাং। লরেন্স বিশ্নোইদের মূল নিশানায় সলমন খান। বার বার ভাইজানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এমনকি অভিনেতার ঘনিষ্ঠদের উপরেও হামলা হতে পারে বলে হুমকি এসেছিল। তাই সলমন ঘনিষ্ঠ হওয়ার কারণেই বাবা সিদ্দিকির এই পরিণতি বলে মনে করা হচ্ছে। বাবা সিদ্দিকির মৃত্যুর পর আরও আঁটসাঁট করা হয়েছে সলমনের নিরাপত্তা। এর মাঝেই বিবেকে ওবেরয়ের কণ্ঠে বিশ্নোই সমাজের প্রশংসা। অভিনেতার পুরানো ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমের পাতায়।

২০০২ সালে সলমন-ঐশ্বর্যার সম্পর্ক ভাঙে। শোনা যায়, তার পরেই অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। তার পরই নাকি সলমনের রোষের মুখে পড়তে হয় বিবেককে। ঐশ্বর্যাকে নিয়েই বিবেকের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে কথা কাটাকাটি হয় সলমনের। সে সময় বিবেক এ-ও জানিয়েছিলেন যে, সলমন নাকি তাঁকে হুমকিও দিয়েছিলেন। যদিও, বিবেকের সঙ্গেও ঐশ্বর্যার সম্পর্ক স্থায়ী হয়নি। ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে চার হাত এক হয় ঐশ্বর্যার। কিন্তু বিবেকের সঙ্গে সলমনের কলহ প্রায় সর্বজনবিদিত। মাঝে অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে। সলমনের কাছে ক্ষমা চেয়েছেন বিবেক। তবে বিশ্নোই সমাজের প্রশংসায় পঞ্চমুখ হন বিবেক বেশ কয়েক বছর আগে। এ বার সমাজমাধ্যমে ভাইরাল হল সেই ভিডিয়ো। সেখানে বিবেক বলেছেন, ‘‘গোটা পৃথিবীতে বিশ্নোই সমাজের মতো মানুষ পাওয়া যাবে না। আমরা আমাদের সন্তানকে গোরুর দুধ খাওয়াই। ওঁরা হরিণ মারা গেলে তাঁর সন্তানকে বুকে করে আগলে রেখে দুধ পান করান।’’ বিবেকের এই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। কেউ মন্তব্য করেছেন, ‘‘শত্রুর শত্রু হল বন্ধু।’’ কেউ লিখেছেন, ‘‘ভালই সুযোগ নিয়ে আগুনে ঘি ঢালছেন।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE