Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
virat kohli

গৃহবন্দি বিরাট-অনুষ্কা, হঠাৎ পাওয়া অবসরে প্রেমে মগ্ন জুটি

শনিবার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিরাটের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা। অনুষ্কার নো মেকআপ লুক, আর বিরাটের ‘ফানি ফেস’-এর ওই সেলফির ক্যাপশন দেখেই আঁচ করা যায়, হঠাৎ পাওয়া এই অবসরে দু’জনেই মজেছেন প্রেমে। অনুষ্কা লিখেছেন, “এই সেল্ফ আইসোলেশনই আমাদের বিভিন্ন ভাবে নিজেদের ভালবাসতে সাহায্য করছে।” 

বিরাট-অনুষ্কা।

বিরাট-অনুষ্কা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২০ ১৬:৪৬
Share: Save:

হাতে অখণ্ড অবসর। করোনা ভাইরাস সংক্রমণের জেরে বন্ধ হয়েছে আইপিএল। মুম্বই পাড়ার শুটিংও বন্ধ। তাই বিরাট-অনুষ্কা কার্যত গৃহবন্দি। কখনও করোনা নিয়ে সচেতনতার ভিডিয়ো পোস্ট করছেন আবার কখনও বা কী ভাবে হাত পরিষ্কার রাখতে হবে, সে বিষয়ে টিপস দিচ্ছেন অনুরাগীদের।

শনিবার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিরাটের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা। অনুষ্কার নো মেকআপ লুক, আর বিরাটের ‘ফানি ফেস’-এর ওই সেলফির ক্যাপশন দেখেই আঁচ করা যায়, হঠাৎ পাওয়া এই অবসরে দু’জনেই মজেছেন প্রেমে। অনুষ্কা লিখেছেন, “এই সেল্ফ আইসোলেশনই আমাদের বিভিন্ন ভাবে নিজেদের ভালবাসতে সাহায্য করছে।”

আর তাতেই বিরুষ্কার অত্যুৎসাহী বিরাট ফ্যানকুল গন্ধ খুঁজছে ‘সুখবর’-এর। একজন লিখেছেন, “খুব তাড়াতাড়ি যেন সুখবর শুনতে পাই”। সে ব্যক্তির কথাকে সমর্থন করে বেশ কয়েকজনের মন্তব্য, “এই রকমটাই তো বলতে চেয়েছিলাম।”

আরও পড়ুন-করোনা রুখতে হাত ভর্তি গয়না পরে হাত ধোয়ার ভিডিয়ো পোস্ট, ট্রোলড একতা কপূর

দেখুন অনুষ্কার পোস্ট

I accept ur #safehandschallenge I nominate @anitahassanandani @rheakapoor @imouniroy @divyankatripathidahiya !p.s due my ring bracelet filled hands it takes me a whole minute plus an additional layer of sanitizer!n don’t mind d hair it’s my quarantine look

A post shared by Erk❤️rek (@ektarkapoor) on

যদিও সেলেব দম্পতি এই প্রতিকূল পরিস্থিতিতে এ রকম মজার ছবি পোস্ট করে গোটা বিষয়টিকে ‘হালকা’ করে দেখছেন বলেও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

আরও পড়ুন- করোনায় আক্রান্ত ‘বেবি ডল’ গায়িকা কণিকা কপূর, লন্ডন থেকে ফিরে পার্টিও করেছেন

বিতর্ক থাকুক, আপাতত এটাই সত্যি যে করোনা নিয়ে যাবতীয় সাবধানতা অবলম্বন করেই বিরাট- অনুষ্কা মজেছেন প্রেমে।

অন্য বিষয়গুলি:

Virat Kohli Anushka Sharma Bollywood Coronovirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy