Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Viral Video

‘ভাইরাস কো ইস দুনিয়া সে উঠালে’, করোনা আবহে থ্রি ইডিয়টস-এর সংলাপ ভাইরাল

এই আবহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ‘থ্রি ইডিয়টস’ ছবির একটি দৃশ্য।

প্রতীকী ছবি টুইটার থেকে নেওয়া।

প্রতীকী ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ মার্চ ২০২০ ১২:৩৭
Share: Save:

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাতশো ছাড়িয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সারা দেশ চলে গিয়েছে লকডাউনে। ঘরবন্দি হয়ে সময় কাটাতে সোশ্যাল মিডিয়ায় ভিড় বাড়াচ্ছেন অনেকে। সেখানেও উঠে আসছে করোনা সংক্রান্ত বিভিন্ন পোস্ট ও মিম। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ‘থ্রি ইডিয়টস’ ছবির একটি দৃশ্য।

২০০৯-এ মুক্তি পাওয়া রাজকুমার হিরানির ছবি ‘থ্রি ইডিয়টস’-এ র‍্যাঞ্চোর ভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। আমিরের সহপাঠী রাজুর ভূমিকায় শরমন যোশি ও ফারহানের ভূমিকায় দেখা গিয়েছিল মাধবনকে। তারা যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ত, সেই কলেজের প্রিন্সিপালকে তারা বিদ্রূপ করে ডাকত ‘ভাইরাস’ বলে।

সেখানকার একটি দৃশ্যে তিন বন্ধু মদ্যপান করছিল। তা করতে করতেই রাজু চেঁচিয়ে ওঠে বলতে শুরু করেন, ‘‘ভগবান ম্যায় নন ভেজ ছোড় দুঙ্গা, হাজারো আগরবাত্তিয়া জ্বালায়ুঙ্গা, বাস এক কাম করদে। ভাইরাস কো ইস দুনিয়া সে উঠালে। নরক মে লেজা উসসে। গরম তেল মে পকোড়া বানা উসকে, ভগবান।’’ এই সংলাপের ‘ভাইরাস কো ইস দুনিয়া সে উঠালে’-তে মজেছেন নেটাগরিকরা। কেবল বদলে গিয়েছে প্রেক্ষাপট। এই ভিডিয়ো পোস্ট করে করোনাভাইরাসকে উঠিয়ে নেওয়ার কথা বলছেন তাঁরা। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: ‘যত বেশি প্রত্যাশা করব, হতাশা আসবে তত বেশি’

আরও পড়ুন: করোনা: সংক্রমণ রুখতে এবার টলিপাড়ার ব্রেক দ্য চেন ক্যাম্পেন

অন্য বিষয়গুলি:

Viral Video Coronavirus 3 Idiots
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy