Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bigg Boss

বিগবসের সেটে মাহিরাকে হঠাৎ পর পর চুমু পারসের! ভাইরাল ভিডিয়ো

সাপ-লুডোর মতো সম্পর্কের ওঠানামার এই রিয়েলিটি শোয়ের সেটে সম্প্রতি একটি ঘটনা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

মাহিরাকে চুমু পারসের। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

মাহিরাকে চুমু পারসের। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৩:২৮
Share: Save:

লড়াই-বন্ধুত্ব-নমিনেশন থেকে প্রেম— বিগ বসের ঘর সাক্ষী থাকে অনেক কিছুরই। গত এক ডজন পর্বের মতো যার অন্যথা হয়নি চলতি ১৩ নম্বর সিজনেও। সেটের মধ্যে দীর্ঘ দিন একসঙ্গে কাটাতে হয় সমস্ত প্রতিযোগীদের। দীর্ঘ সময় একই জায়গায় থাকা ও সময় কাটানোর জেরে তাঁদের অনেকের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। অনেকের মধ্যে সেই বন্ধুত্ব যেমন প্রেমে পরিণত হয়, তেমনই ঘনিষ্ঠ হওয়ার পরও তুচ্ছ কারণে বিচ্ছেদও হতে দেখা যায়। সাপ-লুডোর মতো সম্পর্কের ওঠানামার এই রিয়েলিটি শোয়ের সেটে সম্প্রতি একটি ঘটনা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

বুধবার নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে ঘটনার ভিডিয়োটি শেয়ার করেছেন চ্যানেল কর্তৃপক্ষ। সেখানে দেখা যাচ্ছে, দুই প্রতিযোগী পারস ছাবড়া ও মাহিরা শর্মা ঘনিষ্ঠ হয়ে বসে আছেন। সেখানে পারস মাহিরাকে অভিযোগের সুরে জানাচ্ছেন, শো-তে আসার পর মাহিরা তাঁকে একটু তাড়াতাড়ি বিচার করে ফেলেছেন। এর পর বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করছিলেন তাঁরা। একে অপরকে মারতেও দেখা যায় তাঁদের। এর মধ্যেই আচমকা মাহিরাকে চুমু খেয়ে ফেলেন পারস। এক বার নয়, বেশ কয়েক বার। চমকে ওঠেন মাহিরা।

সেটের ভিতর রোমান্টিক হয়ে ওঠা দেখেই দুই প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। দেখুন সেই ভিডিয়ো—

Kya mil rahe hai @parasvchhabrra aur @officialmahirasharma ke dil? 💞 Inki cuteness dekhne ke liye tune in tonight at 10:30 PM. Anytime on @voot @Vivo_India @BeingSalmanKhan #BiggBoss13 #BiggBoss #BB13

A post shared by Colors TV (@colorstv) on

আরও পড়ুন: গোলাপি-কালো বিকিনিতে জেট-স্কি করে সমুদ্র মাতালেন এই বলি নায়িকা, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: সাহসী ফোটোশুটে ফের ঝড় তুললেন আমির কন্যা ইরা

অন্য বিষয়গুলি:

Bigg Boss Viral Video Kiss
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy