অনুপম খের। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
চিন ছাড়িয়ে বিশ্বের প্রায় ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সেই ভাইরাসের কবলে প্রাণ হারিয়েছেনও বহু মানুষ। ভারতেও ইতিমধ্যে বেশ কয়েকজনের শরীরে মিলেছে এই প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি। সেই ভাইরাস সংক্রমণ এড়াতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে নির্দেশিকা। সেই করোনা আতঙ্কের আবহেই বলিউড অভিনেতা অনুপম খের সংক্রমণ এড়াতে দিলেন পরামর্শ।
করোনা সংক্রমণ এড়াতে হ্যান্ডশেকের মতো অভিবাদন প্রক্রিয়া এড়িয়ে চলছেন অনেকে। ফরাসি সরকার চুম্বনের মাধ্যমে অভিবাদনের উপর জারি করেছে নিষেধাজ্ঞা। অন্যের সংস্পর্শে এসে সংক্রমণ এড়াতে তিনি ভরসা রেখেছেন প্রাচীন ভারতীয় অভিবাদন পদ্ধতির উপর। হ্যান্ডশেকের বদলে তাই তিনি হাত জোড় করে নমস্তে অর্থাৎ নমস্কারের পরামর্শ দিয়েছেন।
তাঁর মতে নমস্কারের মাধ্যমে অন্যের সংস্পর্শে আসার দরকার পড়ে না। যার জেরে সংক্রমণ এড়ানো সম্ভব। আবার এই পদ্ধতিতে অন্যকে সম্মানও জানানো যায়। দেখুন সেই ভিডিয়ো—
Of late I am being told by lots of people to keep washing hands to prevent any kind of infection. I do that in any case. But also want to suggest the age old Indian way of greeting people called #Namaste. It is hygienic, friendly & centres your energies. Try it. 🙏🙏 #caronavirus pic.twitter.com/ix7e6S8Abp
— Anupam Kher (@AnupamPKher) March 3, 2020
আরও পড়ুন: জন্মদিনে বিকিনি গার্ল তানিশা, সঙ্গে মা তনুজা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy