Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Viral Video

কেনিয়ার 'শাহরুখ-কাজল'-এর লিপে ‘তুঝে দেখা তো এ জানা সনম’

অনুপম খের তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডল থেকে৪৫ সেকেন্ডের ভি়ডিয়োটি পোস্ট করেছেন। সেখানে দুই কেনিয়ান, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র হিট ট্র্যাক‘তুঝে দেখা তো এ জানা সনম’-এ লিপ দিচ্ছেন। শাহরুখ কাজলের মতোই তাঁরা অন-স্ক্রিন রোমান্সও করছেন।

শাহরুখ-কাজলকে নকল করে ইন্টারনেটে ভাইরাল কেনিয়ান জুটি।

শাহরুখ-কাজলকে নকল করে ইন্টারনেটে ভাইরাল কেনিয়ান জুটি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২১
Share: Save:

শাহরুখ-কাজল আজও বলিউডের অন-স্ক্রিন সেরা জুটির অন্যতম। আর শাহরুখ-কাজল যে শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে হিন্দি সিনেমা-প্রেমীর কাছেই প্রিয় জুটি তার প্রমাণ মিলল কেনিয়া থেকেও। অভিনেতা অনুপম খের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে শাহরুখ-কাজলের একটি জনপ্রিয় গানে লিপ দিয়েছেন দুই কেনিয়ান।

অনুপম খের তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডল থেকে৪৫ সেকেন্ডের ভি়ডিয়োটি পোস্ট করেছেন। সেখানে দুই কেনিয়ান, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র হিট ট্র্যাক‘তুঝে দেখা তো এ জানা সনম’-এ লিপ দিচ্ছেন। শাহরুখ কাজলের মতোই তাঁরা অন-স্ক্রিন রোমান্সও করছেন।

ভিডিয়োটি পোস্ট হওয়ার পর যথারীতি ভাইরাল হতে সময় নেয়নি। ইতিমধ্যেই অনুপম খেরের পোস্ট করা ভিডিয়োটি প্রায় ৮০ হাজার বার দেখা হয়েছে।

আরও পড়ুন : রিয়াধের রাস্তায় শরীর-ঢাকা পোশাক ছাড়া মহিলা, হাঁ করে তাকিয়ে দেখলেন মানুষ

আরও পড়ুন : হাতেনাতে শাস্তি পেয়ে গেলেন ‘পাকিস্তানি’, ভাইরাল ভিডিয়ো

তবে ইন্টারনেটে ভাইরাল হওয়া এই কেনিয়ান জুটির এটিই একমাত্র‘বলিউড’ ভিডিয়ো নয়। ‘তুঝে দেখা তো এ জানা সনম’ ছাড়াওতাঁরা ‘কভি খুশি কভি গম’-এর ‘সুরজ হুয়া মধ্যম’-এ লিপ দিয়েছে। অনুপম খেরের পোস্টটিকে রিটুইট করে নতুন এই ভিডিয়োটি পোস্ট করেছেন এক কেনিয়ান। এছাড়াও শাহরুখ-কাজলের আরও গানে লিপ দিয়ে ভিডিয়ো রেকর্ড করেছেন তাঁরা। এই দুই কেনিয়ান, দিল তো পাগল হ্যায় সিনেমার ‘ভোলি সি সুরত’এবং কাল হো না হো-র টাইটেল ট্র্যাকেও লিপ দিয়েছেন।

অন্য বিষয়গুলি:

Viral Video Anupam Kher Shah Rukh Kajol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy