Advertisement
E-Paper

প্রকাশ পেল ‘স্যাম’-এর ফার্স্ট লুক, এ বারেও কি নজর কাড়বেন ভিকি?

ইতিমধ্যেই ভিকি কৌশলের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। যা ইতিমধ্যেই প্রশংসা পেতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। মেঘনা গুলজার একটি টুইটও করেছেন। ভিকি কৌশলও তাঁর উচ্ছ্বাস চেপে রাখেননি।

স্যাম মানেকশর ভূমিকায় ভিকি কৌশল। ছবি: টুইটার থেকে।

স্যাম মানেকশর ভূমিকায় ভিকি কৌশল। ছবি: টুইটার থেকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুন ২০১৯ ১৯:৫৫
Share
Save

পর পর দুটি হিট যুদ্ধের সিনেমার পর আরও একবার সামরিক পোশাকে দেখা যাবে ভিকি কৌশলকে। ২০১৮ সালে প্রথমে ‘রাজি’ ও পরে ‘উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’-এ অভিনয় করেন ভিকি। এবার মেঘনা গুলজারের পরিচালনায় ‘স্যাম’ ছবিতে স্যাম মানেকশর ভূমিকায় দেখা যাবে তাঁকে।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘রাজি’ প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করে। আলিয়া ভট্টের সঙ্গে সকলের নজর কাড়েন ভিকি কৌশলও। পরে ‘উরি’প্রায় ৩৩৭ কোটি টাকা তুলে আনে। সেখানে মেজর বিহান শেরগিলের ভূমিকায় ভিকি কৌশল ‘ইউথ আইকন’ হয়ে যান। এবার ফিল্ড মার্শাল স্যাম মানেকশর ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন ভিকি। মানেকশ, ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন।

ইতিমধ্যেই ভিকি কৌশলের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। যা ইতিমধ্যেই প্রশংসা পেতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। মেঘনা গুলজার একটি টুইটও করেছেন। ভিকি কৌশলও তাঁর উচ্ছ্বাস চেপে রাখেননি। টুইট করেছেন, মানেকশর ভূমিকায় অভিনয় করতে পেরে তিনি গর্বিত।

আরও পড়ুন : বিমানবন্দরে এ বার আলোকচিত্রীকে গাড়িতে ডাকলেন দীপিকা!

আরও পড়ুন : মেসি সেজে ২৩ মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ

আরএসভিপি ফিল্মেসের ব্যানারে রনি স্ক্রুওয়ালা ‘স্যাম’ প্রডিউস করছেন। আরএসভিপি ফিল্মসের ব্যানারেই আসে ব্লকবাস্টার উরি। এই মুহূর্তে সুজিত সরকারের উধম সিংয়ের কাজে ব্যস্ত ভিকি কৌশল। আর মেঘনা গুলজার দীপিকা পাড়ুকোন অভিনীত ছপক-এর কাজ শেষ করছেন।

Vicky Kaushal Sam Manekshaw Sam Film Meghna Gulzar

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}