স্যাম মানেকশর ভূমিকায় ভিকি কৌশল। ছবি: টুইটার থেকে।
পর পর দুটি হিট যুদ্ধের সিনেমার পর আরও একবার সামরিক পোশাকে দেখা যাবে ভিকি কৌশলকে। ২০১৮ সালে প্রথমে ‘রাজি’ ও পরে ‘উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’-এ অভিনয় করেন ভিকি। এবার মেঘনা গুলজারের পরিচালনায় ‘স্যাম’ ছবিতে স্যাম মানেকশর ভূমিকায় দেখা যাবে তাঁকে।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘রাজি’ প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করে। আলিয়া ভট্টের সঙ্গে সকলের নজর কাড়েন ভিকি কৌশলও। পরে ‘উরি’প্রায় ৩৩৭ কোটি টাকা তুলে আনে। সেখানে মেজর বিহান শেরগিলের ভূমিকায় ভিকি কৌশল ‘ইউথ আইকন’ হয়ে যান। এবার ফিল্ড মার্শাল স্যাম মানেকশর ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন ভিকি। মানেকশ, ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন।
ইতিমধ্যেই ভিকি কৌশলের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। যা ইতিমধ্যেই প্রশংসা পেতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়। মেঘনা গুলজার একটি টুইটও করেছেন। ভিকি কৌশলও তাঁর উচ্ছ্বাস চেপে রাখেননি। টুইট করেছেন, মানেকশর ভূমিকায় অভিনয় করতে পেরে তিনি গর্বিত।
আরও পড়ুন : বিমানবন্দরে এ বার আলোকচিত্রীকে গাড়িতে ডাকলেন দীপিকা!
আরও পড়ুন : মেসি সেজে ২৩ মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ
A Soldier’s Soldier.
— Meghna Gulzar (@meghnagulzar) June 27, 2019
A Gentleman’s Gentleman.
In remembrance, on the death anniversary of Field Marshal Sam Manekshaw.
It is my honour to tell the story of one of India's greatest war heroes, with @vickykaushal09 essaying the historic man!@RonnieScrewvala @RSVPMovies pic.twitter.com/Ry4J7EIFjN
The swashbuckling general & the first Field Marshal of India- SAM MANEKSHAW. I feel honoured & proud of getting a chance to unfold his journey on-screen. Remembering him on his death anniversary & embracing the new beginnings with @meghnagulzar and @RonnieScrewvala.@RSVPMovies pic.twitter.com/ozyUO69wKV
— Vicky Kaushal (@vickykaushal09) June 27, 2019
আরএসভিপি ফিল্মেসের ব্যানারে রনি স্ক্রুওয়ালা ‘স্যাম’ প্রডিউস করছেন। আরএসভিপি ফিল্মসের ব্যানারেই আসে ব্লকবাস্টার উরি। এই মুহূর্তে সুজিত সরকারের উধম সিংয়ের কাজে ব্যস্ত ভিকি কৌশল। আর মেঘনা গুলজার দীপিকা পাড়ুকোন অভিনীত ছপক-এর কাজ শেষ করছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy