রজনীকান্ত। টুইটার থেকে নেওয়া ছবি।
জনতা কার্ফু সমর্থন করে শনিবার পোস্ট করেন অভিনেতা-রাজনীতিক রাজনীকান্ত। সেই পোস্ট সরিয়ে দিল টুইটার। পোস্টটির বিরুদ্ধে রিপোর্ট করেন নেটাগরিকরা। দাবি করা হয়, ওই পোস্টে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। তার পরই সেটি সরিয়ে দেওয়া হয় টুইটারের তরফে।
একটি ভিডিয়ো পোস্ট করে রজনীকান্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা কার্ফুর আহ্বানকে সমর্থন করেন। সেখানে তিনি বলেন, “করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ রুখতে ভাইরাসকে ১২ থেকে ১৪ ঘণ্টা আটকে রাখতে হবে।” রজনীকান্ত সেই পোস্টে আরও দাবি করেন, “জনতা কার্ফু করে এই ভাইরাসকে তৃতীয় ধাপে ঢোকা থেকে আটকানো যেতে পারে। তাই প্রধানমন্ত্রী যেমন বলেছেন, সে ভাবে ঘরে থাকুন সবাই।”
এর পরই নেটাগরিকরা দাবি করেন, ‘একদিন এভাবে জনতা কার্ফু করলে গোষ্ঠী সংক্রমণ কী করে আটকানো যাবে?’ রাজনীকান্তে পোস্টে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও অনেক নেটাগরিক দাবি করেন। পোস্টটির বিরুদ্ধে রিপোর্ট করা হয়। তার পর থেকেই আর পোস্টটি খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে যেখানে লিঙ্কটি শেয়ার হয়েছিল, সেই লিঙ্কে ক্লিক করলে দেখাচ্ছে, ‘এই পোস্টটি আর পাওয়া যাচ্ছে না, কারণ এটি টুইটারের নিয়ম ভঙ্গ করেছে।’
আরও পড়ুন: কমছে দূষণ, লকডাউনের মুম্বইয়ের তটের কাছে এসে খেলা করছে ডলফিন
প্রধানমন্ত্রীর জনতা কার্ফুর সমর্থনে পোস্ট করেছেন আর এক দক্ষিণী স্টার অভিনেতা কমল হাসানও। তিনিও এই কঠিন সময়ে সবাইকে বাড়িতে থাকতে আবেদন করেছেন। এমনকি, তিনি তাঁর পরিচিত, বন্ধুদের ফোন করে জনতা কার্ফুর সময় বাড়িতে থাকতে বলেছেন বলে জানান।
আরও পড়ুন: ‘ডেটলে নষ্ট হবে করোনাভাইরাস’, সোশ্যাল মিডিয়ার দাবি নিয়ে অবস্থান স্পষ্ট করল প্রস্তুতকারী সংস্থা
দেখুন সেই পোস্ট:
I stand in full solidarity with our Prime Minister’s call for #JantaCurfew.
— Kamal Haasan (@ikamalhaasan) March 20, 2020
In this extraordinary situation, we have to take extraordinary measures.
It’s a disaster that has befallen on us and by staying united and indoors, we can Stay Safe. (1/2)
I call upon my fans,my friends and my people in support of the cause on 22nd March Sunday, 7am to 9pm #JantaCurfew (2/2)@rajinikanth #Ajith @actorvijay @Suriya_offl #Vikram @dhanushkraja #Simbu @VijaySethuOffl #Ilayaraja, @anirudhofficial @gvprakash @GhibranOfficial @ThisIsDSP
— Kamal Haasan (@ikamalhaasan) March 20, 2020
প্রধানমন্ত্রীর জনতা কার্ফুর ডাকে গোটা দেশই প্রায় স্তব্ধ। খুব প্রয়োজন ছাড়া মানুষ একেবারেই বাইরে বেরচ্ছেন না। রাস্তা-ঘাট, দোকান-বাজার প্রায় শুনশান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy