কপিল শর্মা ও জিনি চাতরাথ। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে ২০১৮তে বিয়ে হয়েছিল জিনি চাতরাথের। ২০১৯-র ১০ ডিসেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন জিনি। সেই খবর নিজেই টুইট করে দিয়েছিলেন কপিল। বাবা হওয়ার পর নিজের খুশিও গোপন করেননি। কিন্তু নবজাতকের ছবিও প্রকাশ্যে আনেননি। বুধবার কপিল ও জিনির কন্যাসন্তানের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পর নবজাতককে নিয়ে উৎসাহ ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে।
মঙ্গলবার ছিল কপিল শর্মার মা জনক রানির জন্মদিন। মায়ের জন্মদিন উপলক্ষে হয়েছিল ঘরোয়া পার্টি। সেই পার্টিতে কেক কাটার পর কপিলকে খাইয়ে দিচ্ছিলেন তাঁর মা। তখন কপিলের মেয়ে ছিল তাঁর কোলে। সেই ঘটনার ভিডিয়োতে কপিলের কোলে দেখা গিয়েছে তাঁদের কন্যা সন্তানকে। সেখান থেকেই কপিলের মেয়ের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
দেখুন কপিল ও জিনির মেয়েকে—
গত বছর ডিসেম্বরে জিনি চাতরাথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কপিল। সেই বিয়েতে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন থেকে রণবীর সিংহ-সহ বলিউডের চেনা মুখেরা। বছর ঘুরতে না ঘুরতেই ফের সুখবর এল কপিলের বাড়িতে।
Janak aunty ka b'day celebration😍😍😍
— ❀𝔾𝕀ℕℕ𝕀-ℍ𝕆𝕃𝕀ℂ❀ (@crazyforkaneet) January 14, 2020
Baby Ginnu ki 1st jhalak😍😍😍😍😍
Choti si hi sahi magar ok for me🤭🤭🤭🤭🥰🥰🥰😍😍😍😍puri jhalak bhi milegi jald hi😌😌🤞🏻🤞🏻🤞🏻😭😭@KapilSharmaK9 @ChatrathGinni pic.twitter.com/rWvTywQNur
আরও পড়ুন: একেবারে অন্য রূপে ধরা দিলেন সারা, ভিডিয়ো ভাইরাল হল মুহূর্তে
আরও পড়ুন: বিছানায় নিখিলের সঙ্গে নুসরতের এই টিকটক ভিডিয়ো দেখেছেন?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy