Advertisement
১০ জুন ২০২৪
Vijay Deverakonda

Vijay Deverakonda: ছবির প্রচারে পায়ে ‘চটি’, কারণ জানালেন বিজয়

ছবির প্রচারে নিত্যনতুন অবতারে দর্শকের সামনে ধরা দেন পর্দার তারকারা। এবার বিজয় দেবেরাকোন্ডার কেতায় অবাক সবাই।

চটিতেই কামাল বিজয়ের।

চটিতেই কামাল বিজয়ের।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ১৩:৩১
Share: Save:

কখনও ট্রেনের কামরা, কখনও রাস্তার ধারের কোনও ক্যাফে... ইতিউতি চোখ রাখলে আজকাল একত্রে দেখা যাচ্ছে অনন্যা পাণ্ডে আর বিজয় দেবেরাকোন্ডাকে। আগামী ছবি ‘লাইগার’-এর প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা-অভিনেত্রী।

ছবির প্রচার মানেই পছন্দের তারকাকে একটু কাছ থেকে দেখা। তবে প্রচারে বিজয়কে দেখে বেশ খানিকটা অবাক অনুরাগী থেকে মিডিয়া মহল। যে কোনও ছবির প্রচার মানেই নায়ক-নায়িকারা ধরা দেন সুন্দর সাজপোশাকে। কিন্তু অদ্ভুত ভাবে বিজয় যেন পুরো উল্টো। তাঁর পায়ে প্রতি দিনই দেখা যাচ্ছে সাধারণ চপ্পল। তা দেখেই বেজায় অবাক সকলে।

চটির পরার কারণ জানালেন নায়ক স্বয়ং। মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সব রকমের জিনিস পরতে ভালবাসি। আমাকে এক মাস ধরে ছবির প্রচার করতে হবে। প্রতি দিন জামা, জুতো পরে প্রচারে যাওয়া খুবই কঠিন। এই চটি আমার জীবনের অনেক সমস্যা কম করে দিয়েছে। আর তা ছাড়া যখন যেমনটা ইচ্ছা হয়, তা-ই করি আমি।”

২৫ অগস্ট মুক্তি পেতে চলেছে বিজয়-অনন্যা জুটির নতুন ছবি ‘লাইগার’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE