অতীতে তুমুল রেষারেষি ছিল টাইগার শ্রফ আর বিদ্যুৎ জামওয়ালের। ফাইল চিত্র।
কাজের ক্ষেত্রে প্রায় সমসাময়িক তাঁরা। বছর খানেক আগে পরে হয়তো শুরু করেছেন অভিনয়। কিন্তু প্রায় একই ধরনের ছবিতে প্রায় একই ধরনের চরিত্রে অভিনয় করে গিয়েছেন দু’জন প্রায় একই সময়। আর সেই নিয়েই অতীতে তুমুল রেষারেষি ছিল টাইগার শ্রফ আর বিদ্যুৎ জামওয়ালের। আগুনে ঘি ঢেলেছিলেন রামগোপাল ভর্মা।
বলিউডে টাইগার আর বিদ্যুৎ, দু’জনেই পরিচিত ‘অ্যাকশন হিরো’ হিসাবে। তাই স্বাভাবিকভাবেই একটা তুলনা প্রথম থেকেই চলে আসছে। কিন্তু বিদ্যুৎ আবার এই তুলনা টানা নিয়ে বরাবর ঘোরতর আপত্তি জানিয়ে এসেছেন। এমনকী এও বলেছেন, বলিউডে তিনিই এক মাত্র ‘প্রশিক্ষিত মার্শাল আর্টিস্ট’। টাইগার শুনেও তেমন পাত্তা দিতে চাননি। সেই নিয়ে দু’জন মাঝে মাঝেই তরজায় জড়িয়েছিলেন।
সেই তরজা চরমে পৌঁছয়, যখন বিদ্যুৎ পরিচালক রামগোপাল ভর্মার একটি অডিয়ো ক্লিপ নেটমাধ্যমে প্রকাশ করে দেন। সেখানে টাইগারকে যা নয় তাই বলছেন ‘কোম্পানি’- পরিচালক। অডিয়ো ক্লিপে এক বার তিনি বলেছেন, ‘‘বিদ্যুতের মতো ভাল মানুষ আমি দেখিনি।’’ শুনে হাসছেন বিদ্যুৎ।
পর মুহূর্তেই রামগোপাল গাল দিচ্ছেন টাইগারকে। তাঁকে ‘সর্বশ্রেষ্ঠ মহিলা’ বলে মন্তব্য করেছিলেন রামগোপাল। পরে টুইটারেও সেই আক্রমণের ধারা বজায় রেখেছিলেন। লিখেছিলেন, টাইগার আর বিদ্যুৎ প্রকাশ্যে লড়াই করুন, এটাই চান তিনি। এও নিশ্চিত, জিতবেন বিদ্যুৎই।
পরে যদিও রামগোপালের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তিনি পিছু হঠেন। নিজের ভুল স্বীকার করে টাইগারের কাছে ক্ষমা চেয়ে নেন। বিদ্যুৎও অস্বীকার করেন যে, টাইগারের বিরুদ্ধে রামগোপালের ওই মন্তব্যে কোনও ইন্ধন দিয়েছিলেন। টাইগার যদিও বরাবর বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখে চলেছেন। সেই নিয়ে প্রশ্ন করায় বলেছিলেন, ‘‘রামগোপাল প্রবীণ। আমি সদ্য ছবির জগতে এসেছি। নিজের মনের কথা বলা ঠিক হবে না। আর আমার বাবা-মাকে আমি লজ্জা দিতে চাই না। জানি আমি প্রতিক্রিয়া জানালে ওঁরা খুশি হবেন না।’’
Forget the Shaolin Monk style, check out @RGVZoomin's #drunkenmasterstylehttps://t.co/Hm1MDVnqXh
— Vidyut Jammwal (@VidyutJammwal) April 11, 2017
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy