Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Vidya Balan

‘এই সমস্যাগুলো নিয়ে আমরা কখনও মাথা ঘামাই না’ ইন্ডাস্ট্রির গাফিলতি প্রকাশ্যে আনলেন বিদ্যা

“কিছু ছবির ক্ষেত্রে অবশ্যই এই সূত্র কাজ করে না। তা ছাড়া প্রতিটি ছবির একটা নির্দিষ্ট ভাগ্য থাকে। এটা দুঃখজনক হলেও মেনে নিতে হবে আমাদের”, বললেন বিদ্যা বালন।

Image of Vidya Balan

ইন্ডাস্ট্রির অন্দরের কোন গাফিলতির কথা জানালেন বিদ্যা বালন? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২০:০২
Share: Save:

বড় বাজেটের ছবি আর তারকার সমাগম মানেই যে বক্স অফিসে ছবি সফল এমন নয়। সম্প্রতি বেশ কিছু এই ধরনের ছবি বাণিজ্যিক ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ে প্রমাণ করে দিয়েছে এই সূত্র সব সময় কার্যকরী না-ও হতে পারে। সম্প্রতি বিদ্যা বালনকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, ছবির প্রেক্ষাপট এবং নির্মাণের উপর বিষয়টি নির্ভর করছে।

তাঁর কথায়, “সব ছবিকে একই গোত্রে ফেলে দিলে ঠিক হবে না। আমরা এটা কখনওই বলতে পারি না যে তারকাখচিত ছবি মানেই বক্স অফিসে অসফল। এমন অনেক ছবি রয়েছে, একাধিক বড় তারকা থাকা সত্ত্বেও ছবি সফল।” উদাহরণস্বরূপ, ‘স্ত্রী ২’, ‘সিংহম আগেন’, ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির কথা তুলে ধরলেন অভিনেত্রী। “কিছু ছবির ক্ষেত্রে অবশ্যই এই সূত্র কাজ করে না। তা ছাড়া প্রতিটি ছবির একটা নির্দিষ্ট ভাগ্য থাকে। এটা দুঃখজনক হলেও মেনে নিতে হবে আমাদের। ছবি ভাল হলে সফল হওয়ার সম্ভাবনা থাকে”, যোগ করলেন অভিনেত্রী। তবে একটি বিষয়ে ভাবা প্রয়োজন বলে মনে করেন বিদ্যা। কিছু ছবি আদতেই ভাল কিন্তু ছবি বিতরণের (ডিস্ট্রিবিউশন) ক্ষেত্রে গাফিলতি থেকে যায়। ফলে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছতে পারে না ছবিটি। “এই সমস্যাগুলো নিয়ে আমরা কখনও মাথা ঘামাই না”, বললেন বিদ্যা।

শুধু তাই নয়, বর্তমানে পুরনো ছবি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার চল শুরু হয়েছে। এই প্রসঙ্গেও মতামত জানালেন বিদ্যা। “আমার মনে হয় এই উদ্যোগ ভালই। মানুষদের ফের প্রেক্ষাগৃহমুখী করে তুলছে। এমনিতেই আমাদের প্রেক্ষাগৃহে ছবি দেখার অভ্যেস চলে গিয়েছে”, বলেই হাসলেন অভিনেত্রী। আরও যোগ করলেন, “আমরা খুব অলস হয়ে পড়েছি। প্রিয় ছবি দেখার লোভে আমরা হয়তো আবার হলমুখী হয়ে উঠব।” বিদ্যা নিজেও চান, তাঁর অভিনীত ‘কহানি’ ছবি ফের মুক্তি পাক প্রেক্ষাগৃহে। তাঁর কাছে এই ছবি একটা মাইলফলক এবং এই ছবি দেখার কোনও উপযুক্ত সময় নেই।

অন্য বিষয়গুলি:

Vidya Balan Bollywood Actress Bhool Bhulaiyaa 3 Singham Again
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy