দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। ছবি: সংগৃহীত।
বলিউডের অন্যতম কৃতী ও নামজাদা অভিনেতা তিনি। শুধু সিনেমাতেই নয়, চুটিয়ে অভিনয় করেছেন থিয়েটারেও। কৃতী অভিনেতার পাশাপাশি স্পষ্টবক্তাও বটে। অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে কোনও দিন পিছপা হননি নাসিরুদ্দিন। এই বারও ব্যতিক্রম হল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতার গলায় শোনা গেল আক্ষেপের সুর। নাসিরের দাবি, দেশের নাগরিকদের মনে সুকৌশলে মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই মুসলিম-বিদ্বেষটাই এখন নাকি ফ্যাশনে পরিণত হয়েছে।সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নাসিরউদ্দিন বলেন, ‘‘আজকালকার সিনেমায় বা সিরিজ়ে যা দেখানো হচ্ছে, তারই প্রতিফলন দেখা যাচ্ছে বাস্তবে। সেটা আদপে ইসলামফোবিয়া।’’ নিজের মন্তব্যের মধ্যে কোনও ধোঁয়াশা না রেখেই নাসির বলেন, ‘‘বর্তমান এই সময়টা বেশ উদ্বেগজনক। নানা অছিলায় কিছু মুসলিমবিরোধী ভাবনাচিন্তা ও ধ্যানধারণা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সামাজিক জীবনেও তারই প্রতিফলন ঘটছে প্রতিনিয়ত। মুসলিম-বিদ্বেষ তো আজকাল একটা ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছে! এমনকি, শিক্ষিত মানুষদের মননেও কোথাও একটা এটা ঢুকে গিয়েছে।’’ অভিনেতার কথায়, ‘‘ক্ষমতায় থাকা রাজনৈতিক দল সুকৌশলে এটা দেশের সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দিচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তা হলে সব কিছুর মধ্যে ধর্মের পরিচয় দেওয়া হচ্ছে কেন? যাঁরা ধর্মের দোহাই দিয়ে ভোট পাচ্ছেন, তাঁদের সামনে তো নির্বাচন কমিশন স্রেফ নীরব দর্শক!’’ নাসিরের প্রশ্ন, ‘‘এই কাজই যদি আজ কোনও মুসলিম নেতা করতেন, তিনি যদি ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে জনগণের কাছে ভোট চাইতেন, তা হলে তো এত দিনে দুনিয়া এ দিক থেকে ও দিক হয়ে যেত!’’
জনপ্রতিনিধিদের ধর্মের দোহাই দিয়ে ভোট পাওয়া নিয়ে সরব অভিনেতা। তাঁর প্রশ্ন, ‘‘নির্বাচন কমিশন কতটা মেরুদণ্ডহীন হলে দিনের পর দিন এটা চলতে পারে! নির্বাচন কমিশনের তো একটা কথা বলারও সাহস নেই।’’ পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। নাসিরের কথায়, ‘‘প্রধানমন্ত্রী নিজেও তো ধর্মের নামে ভোট চান, যদিও তার পরেও সাম্প্রতিক নির্বাচনে হেরে গিয়েছেন তিনি।’’ বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নাসিরউদ্দিন শাহ। তাঁরা আশা, ‘‘এক দিন নিশ্চয়ই এই ঘৃণার রাজনীতি বন্ধ হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy