Vassundhara Pandita a tiktok star who wants to be a bollywood singer dgtl
Tiktok
বয়স মাত্র ২০, সমাজমাধ্যমের দৌলতে কোটি কোটি টাকার মালিক বসুন্ধরার পরবর্তী লক্ষ্য বলিউড
বসুন্ধরা পাণ্ডিতা। বয়স মাত্র ২০। সিনেমার পর্দায় তাঁকে দেখা যায় না। কিন্তু পর্দার বাইরে থেকেই তিনি সমানে টক্কর দিচ্ছেন বলি তারকাদের।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
বসুন্ধরা পাণ্ডিতা। বয়স মাত্র ২০। সিনেমার পর্দায় তাঁকে দেখা যায় না। কিন্তু পর্দার বাইরে থেকেই তিনি সমানে টক্কর দিচ্ছেন বলি তারকাদের।
০২১৩
বসুন্ধরা মূলত একজন টিকটক তারকা। সমাজমাধ্যমের পাতায় তাঁর নিত্য আনাগোনা। তাঁর নাচ-গানে মজে থাকেন নেটাগরিকরা।
০৩১৩
বসুন্ধরার জন্ম ২০০০ সালের ২০ মে জম্মু-কাশ্মীরে। জম্মু-কাশ্মীরের স্কুল থেকেই তিনি পড়াশোনা করেছেন।
০৪১৩
সমাজমাধ্যমের পাতায় নিত্যদিন আনাগোনা হলেও বসুন্ধরা নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন।
০৫১৩
তবে সমাজমাধ্যমে প্রেমিক জুনেদ মালিকের সঙ্গে তাঁকে মাঝেমধ্যেই দেখা যায়। জুনেদের সঙ্গেও প্রচুর ভিডিয়ো শ্যুট করেন তিনি।
০৬১৩
টিকটক দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন তিনি। নিরীহ এবং দুষ্টু মিষ্টি সৌন্দর্যের অধিকারী বসুন্ধরা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন টিকটকে। টিকটক ভারতে নিষিদ্ধ হওয়ার পর মূলত ইউটিউভ এবং ইনস্টাগ্রামেই তাঁকে দেখা যায়।
০৭১৩
টিকটকে তাঁর ফলোয়ার সংখ্যা সাড়ে ৩ কোটি ছাড়িয়েছে। টিকটকে নিজের গান, নাচ এবং নানা কৌতূকপূর্ণ ভিডিয়ো শেয়ার করেন।
০৮১৩
বসুন্ধরার নিজের ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলও রয়েছে। ইনস্টাগ্রামে তাঁকে ৪ লাখ ৭৫ হাজার ইউজার অনুসরণ করেন। নিজের বহু ছবি ইনস্টাগ্রামে আপলোড করেন তিনি।
০৯১৩
২০১৪ সালে ইউটিউবে যোগ দেন বসুন্ধরা। গান নিয়ে একাধিক ভিডিয়ো টিকটিক এবং ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউব চ্যানেলেও শেয়ার করেন। নিজের বেশ কিছু মিউজিক ভিডিয়োও শ্যুট করেছেন তিনি।
১০১৩
এ ছাড়াও প্রচুর মডেলিং ফটোশ্যুট করেন তিনি। অন্যান্য টিকটক তারকাদের সঙ্গেও মিলেমিশে ভিডিয়ো বানান বসুন্ধরা।
১১১৩
টিকটক স্টার বসুন্ধরার সম্পত্তির পরিমাণ কত জানেন? ২০ বছরের বসুন্ধরা ইতিমধ্যেই অন্তত ১৫ কোটি টাকার মালিক।
১২১৩
সমাজমাধ্যমের পাতা ছাড়াও সম্প্রতি কিছু অনুষ্ঠান করতে শুরু করেছেন বসুন্ধরা। সেগুলোর জন্যও পারিশ্রমিক নেন তিনি।
১৩১৩
নাচ তাঁর নেশা আর গানকে তিনি পেশা হিসাবে গড়ে তুলতে চান। তাঁর স্বপ্ন বলিউডের নেপথ্য সঙ্গীত শিল্পী হওয়া।