Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Varun Dhawan

কন্যাসন্তানের বাবা হয়েছেন বরুণ, তার পর থেকে কেন অপরাধবোধে ভুগছেন অভিনেতা?

বিয়ের তিন বছরের মাথায় কন্যাসন্তানের বাবা হয়েছেন বরুণ ধওয়ান। মেয়ের জন্মের পর থেকে অসম্ভব অপরাধবোধে ভুগছেন অভিনেতা।

Varun Dhawan has hard guilt after his daughter’s birth

বরুণ ধওয়ান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:২০
Share: Save:

চলতি বছরে ৩ জুন জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। অভিনেতা ও তাঁর স্ত্রী নাতাশা দলালের কোলে এসেছে প্রথম সন্তান। বরুণ নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন, কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। তবে খুদে সদস্যের ছবি এখনও প্রকাশ্যে আসেনি। মেয়ের নাম দিয়েছেন লারা। তবে মেয়ের জন্মের পর থেকে অসম্ভব অপরাধবোধে ভুগছেন অভিনেতা।

২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু, পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ। বিয়ের তিন বছরের মাথায় সন্তানের বাবা-মা হন বরুণ-নাতাশা। বাবা হওয়ার পর থেকে চূড়ান্ত ব্যস্ত বরুণ। একের পর এক কাজ তাঁর। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘সিটাডেল: হানি বানি’ সিরিজ়। চলতি মাসে বড় পর্দায় মুক্তি পাবে তাঁর ছবি ‘বেবি জন’। ভোর চারটেয় উঠে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। এক ফোঁটা সময় দিতে পারছেন না মেয়েকে। এমনকি ছুঁয়ে দেখার সময় পাচ্ছেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আজকাল ভীষণ অপরাধবোধ ভুগছি। মেয়েকে কোলে নিয়ে ঘোরাতেও পারছি না। সারাদিন বড্ড মিস্ করি ওকে। এমনটা আগে কখনও কাউকে মিস্ করিনি যেটা মেয়ের ক্ষেত্রে হচ্ছে।’’ যদিও আজকাল বাবারা সন্তান জন্মের পর পিতৃত্বকালীন ছুটি নেন। তবে বরুণ এখনও তেমন কিছু করেননি। তবে কাজের চাপ কমলে ছুটি নেবেন কি না, নাকি মেয়ের শৈশব দেখা অধরা রয়ে যাবে বরুণের কাছে, তা অবশ্য সময় বলবে!

অন্য বিষয়গুলি:

Varun Dhawan Natasha dalal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy