যাঁরা উত্তমকুমারের অন্ধ অনুরাগী তাঁদের জন্য সুখবর। ২১ ফেব্রুয়ারি বড় পর্দায় আবারও ফিরছেন তিনি। এ বারেও তাঁর প্রত্যাবর্তনে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় যুক্ত! উত্তমকুমার আর সৃজিত যেন হরিহর আত্মা। ‘অটোগ্রাফ’ থেকে পরিচালকের উত্তম-যোগ। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবির অনুপ্রেরণায় বড় পর্দায় তাঁর প্রথম ছবি ‘অটোগ্রাফ’। পরিচালকের ‘জাতিস্মর’ কিংবা ‘শাজাহান রিজেন্সি’ ছবিতেও যথাক্রমে উত্তমকুমারের ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘চৌরঙ্গী’ ছবির ছায়া। সৃজিত নতুন করে বড় পর্দায় উত্তম-ম্যানিয়া তৈরি করেছেন তাঁর ‘অতি উত্তম’ ছবি দিয়ে। এ বার তিনি উত্তমকুমারের ছবির নিবেদক!

সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবিতে উত্তমকুমার।
বিষয়টি আরও খানিকটা খুলে বলা যাক। ইদানীং, নতুন ছবিমুক্তির পাশাপাশি একাধিক জনপ্রিয় হিন্দি ছবি মুক্তি পাচ্ছে। তালিকায় ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘কহো না প্যায়ার হ্যায়’, ‘সত্য’ ইত্যাদি। বাংলা ছবির দুনিয়ায় এই ট্রেন্ড এখনও দেখা যায়নি। খবর, এই ক্ষেত্রেও পথপ্রদর্শক উত্তমকুমার। ২১ ফেব্রুয়ারি সারা ভারতে মুক্তি পাচ্ছে তাঁর ‘নায়ক’। কলকাতায় ছবিটি দেখা যাবে প্রিয়া প্রেক্ষাগৃহে। শোনা যায়, এই ছবিতে পরিচালক সত্যজিৎ রায় অভিনেতার জীবনকেই অনেকাংশে তুলে ধরেছিলেন। এই ছবির নিবেদক সৃজিত। ছবিমুক্তির দিন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকতে পারেন অভিনেতার পরিবারের সদস্যরাও।
বাংলা বিনোদন দুনিয়ায় সৃজিতের প্রথম নিবেদন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘বাকিটা ব্যক্তিগত’। এ বার উত্তমকুমারের এমন একটি ছবি নিবেদন করছেন যার সঙ্গে তাঁর যোগ নিবিড়। আনন্দবাজার অনলাইন যোগাযোগ করে প্রসঙ্গ তুলতেই সৃজিত বললেন, “বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে ‘নায়ক’ ছবিটি আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। অনেক সময় এই ছবির সংলাপ ব্যবহার করে দৈনন্দিন জীবনের নানা পরিস্থিতি সামলেছি। ছবিটি এত বার দেখেছি যে, সংলাপ মুখস্থ হয়ে গিয়েছিল। সংঘাতগুলো খুব চেনা। বলতে পারেন, হৃদয়ের খুব কাছাকাছি একটা সিনেমা।”

উত্তমকুমারের ‘নায়ক’ ছবির নিবেদক সৃজিত মুখোপাধ্যায়।
তাঁর প্রেক্ষাগৃহে উত্তমকুমার ফিরছেন? আনন্দবাজার অনলাইন প্রশ্ন রেখেছিল প্রিয়া প্রেক্ষাগৃহের মালিক অরিজিৎ দত্তের কাছে। তিনিও স্মৃতিমেদুর। বললেন, “যে সমস্ত পুরনো ছবি পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে সে গুলো আবার দেখানোর কথা ভাবছি। এই ভাবনার সঙ্গে যুক্ত সত্যজিৎ রায়ের প্রযোজক প্রয়াত আরডি বনশল-কন্যা বর্ষা বনশলও।” উল্লেখ্য, ‘নায়ক’ ছবিরও প্রযোজক ছিলেন তিনিই। অরিজিৎ আরও জানিয়েছে, ছবিটি বিকেলের কোনও প্রদর্শনী সময়ে (বিকেল ৫টা বা সন্ধ্যা ৬টা) দেখানো হতে পারে। আপাতত এক সপ্তাহ দেখানো হবে। দর্শক আগ্রহী হলে সময়সীমা বাড়তে পারে। প্রিয়া হলমালিকের কথায়, “ফলাফল ভাল হলে শীতে প্রিয়ায় ফিরতে পারে সত্যজিৎ রায়ের আরও একটি ছবি ‘জন অরণ্য।’”

‘নায়ক’ ছবিতে প্রেমাংশু বসু।
ছবিমুক্তির দিন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকতে পারেন অভিনেতার পরিবারের সদস্যরাও।