Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Ushasia Chakraborty

Ushasie Chakraborty: ঠোঁটে জ্বলন্ত সিগারেট, পাশে পানীয়... বিকিনিতে সেজে গোয়ায় জন্মদিন ‘জুন আন্টি’র

ফেসবুকে তাঁর কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল। বিশেষত ছোট পোশাকে জ্বলন্ত সিগারেট হাতে ছবি দেখে কটাক্ষের বন্যা। অনুরাগীদের দাবি, ‘‘শ্যামলবাবু কি তাঁকে এই সব শিখিয়েছেন?’’ পাল্টা প্রশ্ন রেখেছেন ঊষসীও। তাঁর জিজ্ঞাসা, গোয়ায় গিয়ে কি তিনি বোরখায় সর্বাঙ্গ ঢাকবেন?

ঊষসী চক্রবর্তী

ঊষসী চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫১
Share: Save:

বুধবার শহর ছেড়েছেন জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তী। নজরে গো গো গোয়া....! লক্ষ্য জন্মদিন উদযাপন। এই প্রথম জন্মদিনে এত সাহসিনী তিনি! ঠোঁটে জ্বলন্ত সিগারেট। পাশে পানীয়। বিকিনিতে সেজে সমুদ্রতটে ‘নমকিন’ বার্থডে গার্ল!

খোলা চুলে বিলি কাটছে সমুদ্র বাতাস। মিঠে-কড়া রোদের আদর তাঁর শরীরে। পিঠজুড়ে ট্যাটু। খবর, বিশেষ কেউ নাকি জন্মদিনের কেক উপহার দিয়েছেন তাঁকে! কে তিনি? আর কী হবে? প্রশ্ন করতেই আনন্দবাজার অনলাইনকে কবি শঙ্খ ঘোষের ভাষায় সপাটে জবাব অভিনেত্রীর, ‘‘নিয়ন আলোয় যা কিছু আজ ব্যক্তিগত পণ্য করতে রাজি নই মোটেই!’’

এই নিয়ে দ্বিতীয় জন্মদিন রাজনীতিবিদ বাবা শ্যামল চক্রবর্তীকে ছাড়া। ‘‘আমার আর বাবার জন্মদিন খুব কাছাকাছি। বাবার জন্মদিন ২২ ফেব্রুয়ারি। বাবা নিজের জন্মদিনও কোনও দিন পালন করেননি। আমারটাও সে ভাবে হয়নি। এই প্রথম শহর ছেড়ে দূরে। বন্ধুদের সঙ্গে সমুদ্রের কাছাকাছি। খোলা আকাশের নীচে। খুব ভাল লাগছে। একটু আফশোসও হচ্ছে। মনে হচ্ছে, আগের জন্মদিনগুলোও এ ভাবেই পালন করা উচিত ছিল!’’- দাবি ছোট পর্দার দাপুটে খলনায়িকার।

গোয়ায় ‘জুন আন্টি’

গোয়ায় ‘জুন আন্টি’

ফেসবুকে তাঁর কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল। বিশেষত ছোট পোশাকে জ্বলন্ত সিগারেট হাতে ছবি দেখে কটাক্ষের বন্যা। অনুরাগীদের দাবি, ‘‘শ্যামলবাবু কি তাঁকে এই সব শিখিয়েছেন?’’ পাল্টা প্রশ্ন রেখেছেন ঊষসীও। তাঁর জিজ্ঞাসা, গোয়ায় গিয়ে কি তিনি বোরখায় সর্বাঙ্গ ঢাকবেন? আনন্দবাজার অনলাইনের মাধ্যমে বার্তা, ‘‘আমার বাবা আমার পোশাক নিয়ে কোনও দিন মাথা ঘামাননি। আমি রবীন্দ্রজয়ন্তীতে কিন্তু শাড়িই পরব।’’

কোলাহল এড়াতে সবান্ধবে ঊষসী দক্ষিণ গোয়ায়। এক কুমারী দ্বীপে। সেখানে কলরব প্রায় নেইই। জন্মদিন মানেই ভুরিভোজের চেনা উদযাপন যদিও হচ্ছে না। অভিনেত্রীর কথায়, সামনেই বড় বিজ্ঞাপনের কাজ। মোটা হওয়া যাবে না কোনও মতেই। তাই নানা রকমের সামুদ্রিক খাবার তাঁর তালিকায়। শরীর যাতে এক ইঞ্চি ভারী না হয়, তার জন্য সমানতালে শরীরচর্চাও করবেন। গোয়া ভোগ-বিলাসের স্বর্গরাজ্য। রাতে নিভৃতে নৈশভোজ সারবেন স-সঙ্গী? জন্মদিন কি বয়সের সংখ্যা মনে পড়িয়ে দেয়? উত্তর এসেছে, ‘‘বয়স সংখ্যা। তাই মনে করি না। কাউকে বলিও না। বাকি রাতের গল্প। মোমের নরম আলো থাকবে। জিন, শেরি শ্যাম্পেন থাকবে। হালকা ধোঁয়ায় আচ্ছন্ন হবে চারপাশ। বাকিটা উদযাপন, উপভোগ....!!’’

অন্য বিষয়গুলি:

Ushasia Chakraborty Goa June Aunty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy