Advertisement
১৭ জানুয়ারি ২০২৫
Rating Chart

রেটিং চার্টে তুলকালাম, ‘গীতা’, ‘ফুলকি’ কুপোকাত উদয়ের ‘পরিণীতা’র কাছে!

এই প্রথম উদয়প্রতাপ সিংহ নায়কের ভূমিকায়। এসেই বাজিমাত। নায়িকাকেন্দ্রিক ধারাবাহিক পরাজিত পুরুষকেন্দ্রিক গল্পের কাছে!

রেটিং চার্টে প্রথম স্থানে ধারাবাহিক ‘পরিণীতা’।

রেটিং চার্টে প্রথম স্থানে ধারাবাহিক ‘পরিণীতা’। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:০৬
Share: Save:

‘পরিণীতা’ নামটি কি খুবই সৌভাগ্যসূচক? একই নামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস জনপ্রিয়। এই নামে বাংলায় এবং হিন্দিতে ছবি হয়েছে। সে সবও বাণিজ্যসফল। এ বার ছোট পর্দায় একই নামে ধারাবাহিক। এক মাস যেতে না যেতেই ‘গীতা এলএলবি’, ‘ফুলকি’, ‘কথা’কে টপকে কুর্সি দখল করল ‘পরিণীতা’। এই ধারাবাহিক দিয়ে উদয় প্রথম নায়কের ভূমিকায়। বিপরীতে নবাগত নায়িকা। ৭.৮ পয়েন্ট পেয়ে ‘বাংলা সেরা’ ধারাবাহিক। উদয়ের প্যাঁচে কুপোকাত ‘ফুলকি’ ৭.৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে ‘গীতা’। তার ঝুলিতে ৭.৪ নম্বর। চতুর্থ স্থান ‘কথা’র দখলে। ৭.৩ পেয়েছে সে। ৭.১ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে ‘জগদ্ধাত্রী’।

পরের পাঁচটি স্থানে কোন কোন ধারাবাহিক?

রেটিং চার্টে প্রথম পাঁচে কারা?

রেটিং চার্টে প্রথম পাঁচে কারা? ছবি: আনন্দবাজার অনলাইন গ্রাফিক্স।

এখানেও কিছু উলটপুরাণ ঘটেছে। ৭.০ পয়েন্ট পেয়ে যুগ্ম ভাবে ষষ্ঠ স্থানে ‘কোন গোপনে মন ভেসেছে’ আর ‘রাঙামতী তীরন্দাজ’। প্রথমটিতে নায়কের মস্তিষ্কে অস্ত্রোপচার। দ্বিতীয় বিয়ে দেওয়ার ফলেই কি এই অঘটন? দ্বিতীয়টিতে তির-ধনুক হাতে পর্দা কাঁপাচ্ছেন গ্রামের মেয়ে ‘রাঙামতী’। ৬.৮ নম্বর পেয়ে সপ্তম ‘উড়ান’। ধারাবাহিকের নায়ক প্রতীক সেন। রেটিং চার্টের শুরু থেকে শেষ পর্যন্ত যেন নতুন মুখের রমরমা। ৬.১ পেয়ে সপ্তম স্টার জলসার ‘গৃহপ্রবেশ’। ‘শুভ বিবাহ’ অষ্টম স্থানে। তার ঝুলিতে ৬.০ নম্বর। নবম স্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই। ৫.৭ পয়েন্ট চারটি ধারাবাহিকের ঝুলিতে। তারা যথাক্রমে, ‘মিত্তির বাড়ি’, ‘তেঁতুলপাতা’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘আনন্দী’। দশমে কে? রেটিং চার্ট অনুযায়ী, ৪.৬ পেয়ে এই স্থানে ‘নিমফুলের মধু’।

অন্য বিষয়গুলি:

Parineeta Uday Pratap Singh Bengali Serial Bengali Television
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy