Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
Shah Rukh Khan

মাঝরাতে শাহরুখের ঘরে ঢুকে পড়া দু’জনেরই বাড়ি গুজরাতে, পুলিশের জেরায় উদ্দেশ্য কবুল যুবকদের

গুজরাত থেকে প্রিয় তারকাকে দেখতে এসেছিলেন তাঁরা। শাহরুখ খানের বাড়িতে লুকিয়ে থাকা দুই তরুণের আসল পরিচয় জানেন?

Two men who trespassed Shah Rukh Khan’s bungalow have travelled all the way from Gujrat to Mumbai to surprise their favourite actor

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহরুখের বাংলোয় প্রায় আট ঘণ্টা লুকিয়ে ছিলেন ওই দুই তরুণ। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৩ ১৫:০৬
Share: Save:

বুধবার রাতে আচমকাই শাহরুখ খানের বাংলো ‘মন্নত’-এ ঢুকে পড়েন দুই যুবক। ‘মন্নত’-এর ম্যানেজার দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বান্দ্রা পুলিশের হাতে তুলে দেন বৃহস্পতিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে শাহরুখের বাংলোয় প্রায় আট ঘণ্টা লুকিয়ে ছিলেন তাঁরা। শুধু তা-ই নয়, দুই তরুণের দাবি তাঁরা নায়কের ভক্ত। তাই প্রিয় তারকাকে ‘চমক’ দেওয়ার জন্য এমনটা ঘটিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, তাঁদের দু’জনের বয়স ১৮ অথবা ১৯ হবে। এক জন গুজরাতের শ্রমিক এবং অন্য জন সব্জি বিক্রেতা। গুজরাত থেকে তাঁরা মুম্বই এসেছিলেন তাঁদের স্বপ্নের নায়ককে দেখবেন বলে। জানা গিয়েছে, তাঁরা লুকিয়ে ছিলেন শাহরুখের মেকআপ রুমে। ‘মন্নত’-এর তিন তলায় রয়েছে নায়কের মেকআপের ঘর। যা এই মুহূর্তে মেরামত করা হচ্ছে। মেরামতির জন্য ভাড়া বাঁধা হয়েছে। তার সাহায্যেই দুই তরুণ প্রবেশ করেন ‘মন্নত’-এ।

মাঝরাত ২টো থেকে সকাল ১০ পর্যন্ত তাঁরা ওই মেকআপ রুমেই লুকিয়ে ছিলেন। সকালে মেকআপ করার জন্য জন্য ওই ঘরে আসেন শাহরুখ, তখন দুই অচেনা ব্যক্তিকে দেখে চমকে যান। সঙ্গে সঙ্গে খবর দেন বাড়ির নিরাপত্তারক্ষীদের। তখনই তাঁদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

কিছু দিন আগেই নিজের বাড়িতে বসে অন্যের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছিলেন অভিনেত্রী আলিয়া। তিনি জানতেনই না, পাশের বাড়ির ছাদে দাঁড়িয়ে গোপনে দুই ব্যক্তি তাঁর ছবি তুলছিলেন। সেই ঘটনায় ভীষণ বিরক্ত হন আলিয়া। কপূর পরিবার এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে। বলিউডের অন্যান্য তারকাও সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। গোপনীয়তায় হস্তক্ষেপ অপরাধ, তাই এ বিষয়ে অধিক সতর্কতা জারি নিয়ে আলাপ-আলোচনা চলছে বলিউডে। তার মধ্যেই আবার আর এক কাণ্ড শাহরুখের মহলে।

অন্য বিষয়গুলি:

Shah Rukh Khan Bollywood Actor Tresspassing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy