Advertisement
E-Paper

ফের শীর্ষে ‘কথা’, টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে চার ধারাবাহিক! ‘ফুলকি’ কোথায়?

চলতি সপ্তাহে প্রকাশ হওয়া তালিকায় রয়েছে বড় চমক। তালিকার শীর্ষে রয়েছে ধারাবাহিক ‘কথা’।

Katha holds the top position in the TRP chart from 6th Deceber to 11 December

টিআরপি তালিকায় শীর্ষে ‘কথা’। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৫
Share
Save

টানা কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষে ছিল ‘ফুলকি’। গত সপ্তাহে সেই ধারা ভেঙে শীর্ষে উঠে আসে ‘কথা’। চলতি সপ্তাহেও ‘ফুলকি’কে পিছনে ফেলে এগিয়ে শীর্ষে থাকল ধারাবাহিক ‘কথা’ই। প্রাপ্ত নম্বর ৭.৫। দ্বিতীয় স্থানে ৭ নম্বর পেয়ে জায়গা করল ‘ফুলকি’। গত সপ্তাহে এর প্রাপ্ত নম্বর ছিল ৬.৯। তবে একা ফুলকি নয়। একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে জায়গা করল ‘গীতা এলএলবি’, ‘উড়ান’, ‘পরিণীতা’। এই সপ্তাহের ধারাবাহিকের টিআরপি তালিকার দ্বিতীয় স্থানই দিল বড় চমক।

তৃতীয় স্থানে রয়েছে জ়ি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। গত সপ্তাহেও একই নম্বর পেয়েছিল এই ধারাবাহিক। চতুর্থ স্থানে ৬.৮ নম্বর পেয়ে জায়গা করে নিয়েছে ‘আনন্দী’। এই ধারাবাহিক গত সপ্তাহে প্রথম পাঁচের মধ্যে ছিল না। স্টার জলসার ধারাবাহিক ‘রাঙামতী তিরন্দাজ’-এর প্রাপ্ত নম্বর ৬.৭। এই ধারাবাহিক রয়েছে পঞ্চম স্থানে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গত সপ্তাহে দ্বিতীয় স্থান থেকে অনেকটা পিছিয়ে গিয়েছে জ়ি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’। ধারাবাহিকে চিতাবাঘের প্রসঙ্গ টেনে আনায় পর পর কয়েক সপ্তাহ প্রথম পাঁচের মধ্যে ছিল এই ধারাবাহিক। তবে এই সপ্তাহে ৬.৭ নম্বর পেয়ে এই ধারাবাহিক রয়েছে ষষ্ঠ স্থানে। এর পরেই রয়েছে সদ্য মুক্তি পাওয়া এক ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’। সপ্তম স্থানে উঠে এসেছে নিউইয়র্কের প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঊষসী রায়। বহু দিন পরে ছোট পর্দায় ফিরেছেন তিনি। প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৬.৪।

TRP Ratings Kothha Bengali Serial TV Serial

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}