Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Tumi Ashepashe Thakle

শুটিং চলছে রাতভর, ‘তুমি আশেপাশে থাকলে’ সিরিয়ালের সেটে কাজের ফাঁকে কী করলেন রোহন-অঙ্গনারা?

টিআরপি তালিকায় খুব বেশি এগিয়ে না থাকলেও রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায়ের জুটি অনেকেরই পছন্দের। পর্দার বাইরে যে তাঁদের বন্ধুত্বও ভাল জমেছে মিলল তারই প্রমাণ।

Tumi Ashepashe thakle serial actor Rohan Bhattacharjee shown what they all do to get the energy for whole night shoot

(বাঁ দিকে) রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৯:০৪
Share: Save:

সিরিয়ালের শুটিং মানে প্রায় ১৪ ঘণ্টা ফ্লোরেই কাটাতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। এত ক্ষণ ধরে কাজ করতে গিয়ে সেটের সবাই একে অপরের বন্ধু হয়ে যায়। এমন বন্ধুত্বের কাহিনিও অনেক শোনা যায় টলিপাড়ায়। ‘তুমি আাশেপাশে থাকলে’র সেটেও তেমনই বন্ধুত্ব যে গড়ে উঠছে মিলল তারই প্রমাণ। একসঙ্গে পাত পেড়ে খাওয়াদাওয়া করতে দেখা গেল দেব-পারোদের। একসঙ্গে খাওয়াদাওয়া করার ভিডিয়ো পোস্ট করেছেন পর্দার দেব ওরফে রোহন ভট্টাচার্য। কয়েক মাস হল ছোট পর্দায় দেব হিসাবে দেখা যাচ্ছে তাঁকে। আর পারো হলেন অঙ্গনা রায়। সারা রাত ধরে চলছিল শুটিং। শীতের রাতে শুটিং করার জন্য কিছু তো মনোরঞ্জনের প্রয়োজন। একসঙ্গে খাওয়াদাওয়া করে তাই খুবই আনন্দ পেলেন তাঁরা।

সেই ভিডিয়োই পোস্ট করেছেন রোহন তাঁর সমাজমাধ্যমের পাতায়। অভিনেতা বলেন, “সারা রাত শুটিং। তবে সবচেয়ে ভাল ব্যপার হল একসঙ্গে নৈশভোজ করার সময় পেয়েছি। এতেই আমাদের আনন্দ।” সঙ্গে ছিলেন অভিনেতার নায়িকা এবং বাকি সহ-অভিনেতারা। বহু দিন পর ছোট পর্দায় ফিরেছেন রোহন। মাঝে মন দিয়েছিলেন বড় পর্দা এবং ওয়েব সিরিজ়ের কাজে।

অন্য দিকে অঙ্গনার কেরিয়ারে এটাই প্রথম সিরিয়াল। ফলে খুবই উত্তেজিত অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, ছোট পর্দায় অনেক দিন ধরেই কাজ করার ইচ্ছা ছিল তাঁর। এই সুযোগ পেয়ে নায়িকাও খুশি। তবে খুব শীঘ্রই নতুন চরিত্রে বড় পর্দায় দেখা যাবে অঙ্গনাকে। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবিতে বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে জুটি বেঁধেছেন তিনি। এই নতুন জুটিকে দর্শক কতটা ভালবাসে সেটাই দেখার।

অন্য বিষয়গুলি:

Bengali Serial Star Jalsha Rohaan Bhattacharjee Angana Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy