Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Piya Sengupta

বনির মা পিয়া সেনগুপ্তের বিরুদ্ধেও এ বার কারচুপির অভিযোগ! আদালতের দ্বারস্থ টলিউডের একাংশ

টলিউডের অভিযোগ, ইম্পার নির্বাচনে পিয়া সেনগুপ্তকে সভাপতি করতে মুঠো মুঠো টাকা ঢালেন কুন্তল ঘোষ। এ বার পিয়ার বিরুদ্ধে একজোট পরিচালক-প্রযোজকরা।

Tollywood directors and producers are going to court against Pia Sengupta, mother of Bonny Sengupta

বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্তের বিরুদ্ধে টলিউডের পরিচালক-প্রযোজকরা। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১২:৪৯
Share: Save:

নিয়োগ দুর্নীতিতে প্রথম কোনও অভিনেতাকে তলব করেছে ইডি। দোলের পরেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করে কেন্দ্রীয় এই সংস্থা। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে যোগ রয়েছে বনির। এমনকি, কুন্তলের সঙ্গে যোগাযোগ ছিল অভিনেতার মা পিয়া সেনগুপ্তও। ইম্পা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন)-র নির্বাচনে নাকি মুঠো মুঠো টাকা ঢেলেছিলেন কুন্তল। যে ইম্পার সভাপতি অভিনেতা বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত। এই প্রসঙ্গে নিজের তরফে সাফাই দেন পিয়াও। তবে ছেলের পর আবার আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন নিজেও। ইম্পা সভাপতির বিরুদ্ধে এ বার হাইকোর্টে গেলেন টলিউডের পরিচালক, প্রযোজকরা।

হল মালিক, পরিবেশক এবং প্রযোজকদের নিয়ে গঠিত সংগঠন ‘ইম্পা’। ২০২১ সালের সেপ্টেম্বরে হয়েছিল এই সংগঠনের নির্বাচন। পিয়াকে নির্বাচনে জেতানোর জন্য কুন্তল নাকি নিজে উপস্থিত হয়েছিলেন, উঠেছে অভিযোগ। শোনা যাচ্ছে, প্রচুর টাকাও খরচ করেছিলেন তিনি। তখন অবশ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তলের নাম উঠে আসেনি। এখন কুন্তলকে জেরা করতেই উঠে এসেছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। যদিও পিয়ার কথায়, ‘‘গোটাটাই গুজব!’’

এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে বনির মা বলেন, ‘‘আমার খুব হাসি পাচ্ছে। খুবই নিম্নরুচির বিষয় এটা। দিনে দিনে বিষয়টা খুব সস্তা হয়ে যাচ্ছে। যে এই সংগঠনের সদস্যই নয়, সে কী করে টাকা ঢালবে? আর কেনই বা ঢালবে? মিথ্যা কথা রটানো হচ্ছে।’’

অন্য বিষয়গুলি:

Piya Sengupta EIMPA Bonny Sengupta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy