নিখিলের কথায়, ‘‘নারীর শাড়িও আমার অনুপ্রেরণা! বেশ কিছু শাড়ির বৈশিষ্ট্যে বানিয়েছি পুরুষের পোশাক।’’
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ২২:১৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
পুরুষদের জন্য পোশাক বানালেন নুসরত জাহানের প্রাক্তন, ব্যবসায়ী নিখিল জৈন। সেই উপলক্ষে রবিবার একজোট কলকাতার তারকারা।
০২১১
দীপাবলিতে যদি নারী সাজতে পারে, তা হলে পুরুষ নয় কেন! সেই ভাবনা থেকেই নিখিলের এই উদ্যোগ। তাঁর কথায়, ‘‘নারীর শাড়িও আমার অনুপ্রেরণা! বেশ কিছু শাড়ির বৈশিষ্ট্যে বানিয়েছি পুরুষের পোশাক।’’ এক ঢিলে দুই পাখি। নিজের পোশাক উদ্বোধনের পাশাপাশি হ্যালোইন পার্টির আয়োজন করলেন নিখিল।
০৩১১
কালো গেঞ্জির উপর নীলচে শার্টে অঙ্কুশ হাজরা এবং গোলাপি পোশাকে ঐন্দ্রিলা সেন উদ্যোক্তা নিখিলের সঙ্গে ছবি তুললেন।
০৪১১
নিখিলের অনুষ্ঠান মেতে রাখলেন হলুদ শাড়ি-ব্লাউজ এবং লাল শার্টে তারকা দম্পতি তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য।
০৫১১
নিখিল জৈন এবং ঊষসী রায় সাংবাদিকদের সামনে হাসিমুখে ‘পোজ’ দিলেন।
০৬১১
লাল পেড়ে কালো শাড়িতে পাওলি দাম এবং সাদা পোশাকে তাঁর স্বামী অর্জুন বিশেষ নজর কাড়লেন এই অনুষ্ঠানে।