(বাঁ দিকে) বাদশা মৈত্র, অমৃতা চট্টোপাধ্যায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
পুজো গিয়েছে প্রায় দু’মাস হয়ে গেল। কিন্তু ডিসেম্বরের মাসে যদি দুর্গাপুজোর পরিবেশ তৈরি হয় তা হলে কেমন হয়? শহরে যখন শীতের আনাগোনা, ঠিক সেই সময়ই পুজোর আবহ তৈরি করলেন পরিচালক জিৎ চক্রবর্তী। ছয় পর্বের একটি ওয়েব সিরিজ় তৈরি করেছেন পরিচালক। সিরিজ়ের নাম ‘দুগ্গা দুগ্গা’। মুখ্য চরিত্রে দেখা যাবে বাদশা মৈত্র, অমৃতা চট্টোপাধ্যায়, ফাহিম মির্জ়া, ময়না মুখোপাধ্যায়-সহ একাধিক অভিনেতাকে। বাবা-মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিরিজ়ের গল্প। অনামিকা বিদেশে থাকেন, সেখানেই পড়াশোনা করেন। মায়ের মৃত্যুর পর বাবা শহরে একা। কিন্তু তার পরেও শহরে ফেরেননি। তবে বাবার অসুস্থতার খবর জানতে পেরেই কলকাতায় ফেরেন তিনি। তার পর অনামিকা ও তাঁর বাবা অবনীর জীবন ঠিক কোন খাতে বইবে, তা নিয়ে চিত্রনাট্য বুনেছেন পরিচালক।
বাদশার মেয়ের চরিত্রে দেখা যাবে অমৃতাকে। আনন্দবাজার অনলাইকে অমৃতা বললেন, “অনামিকার মতো চরিত্র এর আগে আমার কাছে আসেনি। ইদানীং প্রচুর ছবি তৈরি হচ্ছে রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিক গল্পকে কেন্দ্র করে। সম্পর্কের গল্প সব সময় দর্শকের ভাল লাগে। অনামিকার চরিত্রে অনেক ধরনের রং আছে। তাই ভাল লেগেছে।”
অমৃতার ঝুলিতে রয়েছে বেশ কিছু ছবি। এ ছাড়াও বেশ কিছু ওয়েব সিরিজ় রয়েছে তাঁর ঝুলিতে। তবে এখনই কোনও কিছু বলতে পারবেন না নায়িকা। সঠিক সময়ের অপেক্ষায় অমৃতা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy