হৃদ্রোগের পর ভেন্টিলেশন সাপোর্টে রাখা হল ঐন্দ্রিলাকে। ছবি: সংগৃহীত
বুধবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তবে বেলা গড়িয়ে এখন সন্ধে। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগের থেকে একটু হলেও স্থিতিশীল ঐন্দ্রিলা। তবে কোনও সাড় নেই তাঁর। হৃদ্রোগের পর থেকেই সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে অভিনেত্রীকে। চিকিৎসকরা জানিয়েছেন, ইতিমধ্যেই আগের ওষুধ বদলে নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে অভিনেত্রীর। সোমবার সব্যসাচী ঐন্দ্রিলার জন্য সকলকে মন থেকে প্রার্থনা করার অনুরোধ করেছিলেন সমাজমাধ্যমে। চাইছেন, ‘অলৌকিক’ কিছু হোক। উঠে বসুক ঐন্দ্রিলা। সব্যসাচী লেখেন, ‘‘কোনও দিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।’’
২ নভেম্বর স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। তার পর থেকে প্রায় দু’সপ্তাহ কেটে গিয়েছে। মাঝে অভিনেত্রীর শারীরিক অবস্থা উন্নতি ঘটে বটে, কিন্তু চলতি সপ্তাহে বদলে গেল গোটা চিত্রটা। ঐন্দ্রিলার আরোগ্য কামনায় একজোট হয়েছে টলিউড।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy