মঙ্গলবার থেকেই শুভেচ্ছাবার্তা আসতে শুরু করেছিল। কারণ বুধবার অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। বিশেষ দিনে অভিনেতার কী কী পরিকল্পনা রয়েছে, জানার চেষ্টা করেছিল আনন্দবাজার অনলাইন। শন হেসে বললেন, ‘‘সাধারণত আমি নিজের জন্মদিন পালন করতে খুব একটা পছন্দ করি না। তার থেকে বরং পরিচিত মানুষদের জন্মদিন পালন করতে আমার বেশি ভাল লাগে।’’
তবে অভিনেতা পছন্দ না করলেও বন্ধুবান্ধব কিন্তু শনের জন্মদিন পালনে কোনও খামতি রাখেননি। শন জানালেন, মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গেই কেট কেটেছেন। একসঙ্গে খাওয়াদাওয়া করেছেন আর দেদার আড্ডা দিয়েছেন। সারাটা দিন তাঁর কাটবে পরিবারের সঙ্গেই। শন বললেন, ‘‘বুধবার বাড়িতেই থাকছি। মা এবং দিদিকে রাতে ডিনারে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে।’’
আরও পড়ুন:
ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি। ‘আমি সিরাজের বেগম’ বা ‘এখানে আকাশ নীল’ সিরিয়ালে দর্শক তাঁর অভিনয় পছন্দ করেছিলেন। অথচ ‘মন ফাগুন’-এর পর বছর ঘুরতে যায়, এখনও শনকে সিরিয়ালে দেখা যাচ্ছে না কেন? অভিনেতা বললেন, ‘‘আসলে এই মুহূর্তে আমি সিরিয়াল থেকে একটু বিরতি নিয়েছি। অন্য মাধ্যমগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছি।’’
শনের বক্তব্য একদমই ফেলে দেওয়ার মতো নয়। কারণ, আগামী মাসেই মুক্তি পাবে তাঁর প্রথম ওয়েব সিরিজ় ‘হানিমুন’। এই সিরিজ়ে শনের বিপরীতে রয়েছেন ঐশ্বর্য সেন। এ ছাড়াও নতুন কিছু প্রজেক্ট নিয়েও চলছে কথাবার্তা। আপাতত প্রথম ওয়েব সিরিজ়ে তাঁর অভিনয় দর্শকের কেমন লাগে, তা জানতে মুখিয়ে রয়েছেন শন।