Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Gaurav Chakraborty

‘অনেকেই বলেছিল রাতের ঘুম উড়ে যাবে, তবে...’, ছেলে ধীরকে নিয়ে কেমন সময় কাটছে গৌরবের?

সম্প্রতি তিনি বাবা হয়েছেন। পাশাপাশি একাধিক নতুন কাজ মুক্তির অপেক্ষায়। সময়টা চুটিয়ে উপভোগ করছেন গৌরব চক্রবর্তী।

Tollywood actor Gaurav Chakraborty shares his feelings after becoming a father

গৌরব চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ১৩:৩৫
Share: Save:

গত মাসে পরিবারে এসেছে নতুন সদস্য। ১৬ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। বাবা হয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। সাংসারিক জীবনের নতুন ভূমিকা চুটিয়ে উপভোগ করছেন অভিনেতা। পাশাপাশি কাজে ফেরারও উদ্যোগ নিচ্ছেন গৌরব।

নতুন বাবার কেমন সময় কাটছে? অভিনেতা হেসে বললেন, ‘‘খুবই ভাল লাগছে। অনেকেই অনেক কথা বলেছিলেন। যেমন রাতের ঘুম নাকি উড়ে যাবে। আরও অনেক সতর্কবাণী এসেছিল। কিন্তু সত্যিই বলছি, ঈশ্বরের আশীর্বাদে এই সময়টা খুব ভাল কাটছে।’’ চক্রবর্তী পরিবারে এখন খুশির পরিবেশ। সেই প্রসঙ্গ টেনেই গৌরব বললেন, ‘‘দাদু, ঠাম্মারা ওকে দেখতে আসছেন। পুজোয় সকলে একসঙ্গে কাটিয়েছি। তাই সব মিলিয়ে একটা ভাল সময় কাটাচ্ছি।’’ পুজোর মধ্যেই সন্তানের ছবি প্রথম প্রকাশ্যে আনেন গৌরব-ঋদ্ধিমা। সমাজমাধ্যমে সন্তানের সঙ্গে তোলা ছবি পোস্ট করে দম্পতি অনুরাগীদের পুজোর শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে গৌরব মনে করিয়ে দিলেন, ‘‘সেই ছবিতে কিন্তু ওর মুখ আমরা দেখাইনি।’’

ছেলে ধীরের সঙ্গে ঋদ্ধিমা এবং গৌরব।

ছেলে ধীরের সঙ্গে ঋদ্ধিমা এবং গৌরব। ছবি: ফেসবুক।

গৌরবের বাবা সব্যসাচী চক্রবর্তী এবং মা মিঠু চক্রবর্তীও ধীরকে (গৌরবের পুত্রের নাম) নিয়ে উচ্ছ্বসিত। তাঁরাও নিয়ম করে নাতিকে দেখতে আসছেন, একরত্তির সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে ভাইকে নিয়ে সবথেকে উচ্ছ্বসিত গৌরবেব ভাই অর্জুনের মেয়ে অবন্তিকা। গৌরব বললেন, ‘‘ভাইয়ের মেয়েও আমার ছেলেকে নিয়ে খুবই উচ্ছ্বসিত। ওরা ভাই-বোন একসঙ্গে সময় কাটাচ্ছে, সেটা দেখতে যে কতটা ভাল লাগে ভাষায় ব্যক্ত করত পারব না। সত্যি বলতে, আমাদের পরিবার এখন সম্পূর্ণ।’’

গৌরবকে দর্শক এর আগে ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজ়ে দেখেছেন। আপাতত তিনি ছেলেকে সময় দিতে চাইছেন। তবে আগামী মাসেই মুক্তি পাবে গৌরবের নতুন দু’টি ওয়েব সিরিজ়— ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ‘ছোটলোক’ এবং পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘পর্ণশবরীর শাপ’। উভয় সিরিজ়েই তাঁর চরিত্র নিয়ে আশাবাদী গৌরব। এ ছাড়াও অভিনেতার দু’টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। গৌরবের কথায়, ‘‘খুব শীঘ্র শুটিং শুরু করব। তবে এখনও প্রাথমিক পর্যায় কথাবার্তা হয়েছে বলে খোলসা করতে চাইছি না।’’

মা হওয়ার সুখবর প্রকাশ করার পর শুটিং থেকে নিজেকে দূরে রেখেছিলেন ঋদ্ধিমা। সেই সময় বেশ কিছু কাজের প্রস্তাবও তিনি ফিরিয়েছিলেন। ঋদ্ধিমা কবে কাজে ফিরবেন, আভাস দিলেন গৌরব। বললেন, ‘‘স্বাভাবিক ভাবেই এই সময়ে মাকে তো সন্তানের সঙ্গেই থাকতে হবে। তবে ঋদ্ধিমাও খুব দ্রুত অভিনয়ে ফেরার জন্য মুখিয়ে রয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Tollywood Actor Gaurav Chakraborty Ridhima Ghosh Tollywood Couple Durga Pujo 2023 Baby Boy Tollywood Actors
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy