অর্জুন কপূর এবং বরুণ ধবন: এই দু’জনের বন্ধু্ত্ব ইন্ডাস্ট্রির সবাই জানেন। দু’জনে প্রায় একসঙ্গেই অভিনয়ের কেরিয়ার শুরু করেন। তাঁরা দু’জনে একই স্কুল থেকে অভিনয় শিখেছেন। একসঙ্গেই প্রচুর অডিশন দিয়েছেন, প্রচুর শো করেছেন এবং বহু অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চে গানও গেয়েছেন। এবার কোনও ফিল্মে একসঙ্গে তাঁদের দেখার অপেক্ষা।