Advertisement
১৮ নভেম্বর ২০২৪
Viral video

ইউটিউবে সব থেকে বেশি ভিউ পাওয়া ভিডিয়ো, কোনগুলি আপনি দেখেছেন?

কিছু কিছু ভিডিয়ো রেয়েছে যা মানুষ একটু বেশিই পছন্দ করে ফেলেন। ফলে সেগুলি নতুন নতুন রেকর্ড গড়ে ফেলে। ইউটিউবের এমনই কিছু ভিডিয়োর তালিকা রইল।

ইউটিউবে প্রকাশিত ডেসপাসিটো গানের একটি দৃশ্য।

ইউটিউবে প্রকাশিত ডেসপাসিটো গানের একটি দৃশ্য।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০ ২০:২৭
Share: Save:

মজার ভিডিয়ো থেকে পছন্দের গান, সিনেমা, ইউটিবে খুঁজলে প্রায় সবই পাওয়া যায়। কিন্তু কিছু কিছু ভিডিয়ো রেয়েছে যা মানুষ একটু বেশিই পছন্দ করে ফেলেন। ফলে সেগুলি নতুন নতুন রেকর্ড গড়ে ফেলে। ইউটিউবের এমনই কিছু ভিডিয়োর তালিকা রইল।

‘পেপাল’-এর প্রাক্তন তিন কর্মী শ্যাড হার্লি, স্টিভ চেন, জাভেদ করি্ম মিলে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে তৈরি করেন ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। পরের বছর ২০০৬ সালের নভেম্বরে মার্কিন সংস্থা গুগল কিনে নেয় সেটি। ভারতীয় মুদ্রায় যার দাম পড়ে প্রায় ১২ হাজার ৮৫ কোটি ৬২ লাখ টাকা। এই ইউটিউব এখন গুগলের আয়ের অন্যতম প্রধান উৎস।

শুরু থেকে এখনও পর্যন্ত যে সাতটি ভিডিয়ো ইউটিউবে সব থেকে বেশি বার দেখা হয়েছে সেই তালিকায় সপ্তম স্থানে রয়েছে ‘জনি জনি ইয়েস পাপা’ ভিডিয়োটি। নার্সারি স্তরের এই ছড়াটির উপর তৈরি অ্যানিমেশন ভিডিয়োটি ২০১৬ সালে আপলোড হয়। এখনও পর্যন্ত সেটি দেখা হয়েছে। ৩৮০ কোটির বেশি বার।

আরও পড়ুন: এতক্ষণ কেউ বরফের মধ্যে বেঁচে থাকতে পারেন? নিজের রেকর্ড ভাঙলেন এই অস্ট্রেলিয়

আরও পড়ুন: অ্যাডভেঞ্চার করতে গিয়ে ৫ হাজার ফুট নীচে পড়ে গেল প্রায় লাখ টাকার ফোন

দেখুন সেই ভিডিয়ো:

ইউটিউবে যদি আনাবিল আনন্দ পেতে চান, তবে আপনার জন্য তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ‘আপটাউন ফাঙ্ক’। ব্রিটিশ রেকর্ড প্রডিউসার মার্ক রনসনের গাওয়া এটি। গানের ভিডিয়োয় অভিনয় করেছেন আর অন্য এক মার্কিন গায়ক ব্রুনো মার্স। এটি ইউটিউবে ২০১৪ সালে প্রকাশ করা হয়। এখনও পর্যন্ত ৩৯৩ কোটি বার দেখা হয়েছে।

দেখুন সেই ভিডিয়ো:

বাচ্চাদের জন্য তৈরি তৈরি ভিডিয়ো ইউটিউবে বেশ ভালই পারফর্ম করে, তার একটি বড় উদাহরণ হল রাশিয়ার টিভি ‘সিরিজ মাসা অ্যান্ড দ্য বিয়ার- রেসিপি ফর ডিজাস্টার’। অ্যানিমেটেড এই ভিডিয়োটি এখনও পর্যন্ত ৪৩২ কোটির বেশি বার দেখা হয়েছে। তবে আশ্চর্যজনক ভাবে ভিডিয়োটি ৩৯০ কোটি ডিসলাইকও পেয়েছে। এটি তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

দেখুন সেই ভিডিয়ো:

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ‘সি ইউ এগেন’। গানটি গেয়েছেন মার্কিন র‍্যাপার উইজ খালিফা। অভিনয় করেছেন আর এক মার্কিন গায়ক চার্লি পাথ। তবে এই গানটি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' সিরিজের হলিউড মুভি ‘ফিউরিয়াস ৭’-এ ব্যবহার করা হয় ২০১৫ সালে। তার আগে ২০১৩ সালে এই হলিউড মুভি সিরিজের অন্যতম অভিনেতা পল ওয়াকার একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান। তাঁর প্রতি সম্মান প্রদর্শনে ‘সি ইউ এগেন’ গানটি ব্যবহার করা হয়। ভিডিয়োটি এখনও পর্যন্ত ৪৭১ কোটি বার দেখা হয়েছে।

দেখুন সেই ভিডিয়ো:

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০১৭ সালে ইউটিউবে প্রকাশিত ‘শেপ অফ ইউ’ গানটি। এড শিরান-এর এই গানটি নেটাগরিকরা কখনও না কখনও হয়তো শুনেছেন। এখনও পর্যন্ত ভিডিয়োটি প্রায় ৪৯৬ কোটি বার দেখা হয়েছে। এক সময় ইন্টারনেটে ভিডিয়োটি ভীষণ ভাইরাল হয়েছিল।

দেখুন সেই ভিডিয়ো:

তালিকায় দ্বিতীয় স্থান দখল করে রেখেছে ‘বেবি শার্ক ড্যান্স’। বাচ্চাদের জন্য তৈরি এই ভিডিয়োটি গোটা বিশ্বে ৬৪৪ কোটির বেশি বার দেখা হয়েছে। ভিডিয়োটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার কম্পানি ‘পিঙ্কফং’।

দেখুন সেই ভিডিয়ো:

আর তালিকায় শীর্ষে রয়েছে লুইস ফনসি-র ‘ডেসপাসিটো’। ছোট্ট ক্যারিবিয়ান এক দ্বীপ পুয়ের্তো রিকো-র বাসিন্দা লুইসের গাওয়া গানটি ইউটিউবে ২০১৭ সালের জানুয়ারিতে মুক্তি পায়। গানটিতে অভিনয় করেছেন পুয়ের্তো রিকোর আর এক গায়ক ড্যাডি ওয়াঙ্কি। ভিডিয়োটি এখনও পর্যন্ত ৬৯৫ কোটির বেশি বার দেখা হয়েছে ইউটিউবে।

দেখুন সেই ভিডিয়ো:

অন্য বিষয়গুলি:

Viral video Youtube
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy