বিতর্ক পেরিয়ে বিশ্বমঞ্চে স্বীকৃতি, অস্কারে মনোনয়নের তালিকায় ‘দ্য কাশ্মীর ফাইল্স’। ফাইল চিত্র।
ছবি মুক্তির পর থেকে বিতর্ক কম হয়নি। আবারও চর্চায় ‘দ্য কাশ্মীর ফাইল্স’। তবে এ বার কারণ বিতর্ক নয়, বরং ঠিক উল্টোটা। অস্কারের জন্য ৩০১টি বাছাই ছবির তালিকায় স্থান পেল ‘দ্য কাশ্মীর ফাইল্স’। ছবির এই স্বীকৃতির কথা টুইট করে জানালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছবির গোটা টিমকে টুইটে শুভেচ্ছা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
BIG ANNOUNCEMENT: #TheKashmirFiles has been shortlisted for #Oscars2023 in the first list of @TheAcademy. It’s one of the 5 films from India. I wish all of them very best. A great year for Indian cinema.
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 10, 2023
চলতি বছরের ২৩ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে অস্কার। ২৪ জানুয়ারি মুক্তি পাবে পুরস্কারের মনোনয়নের তালিকা। তার আগে যে যে ছবি মনোনয়ন পাওয়ার যোগ্য, তাদের নিয়ে একটি তালিকা প্রকাশ করল অ্যাকাডেমি। ৩০১টি ছবির সেই তালিকায় জায়গা পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইল্স’। একই তালিকায় রয়েছে এস এস রাজামৌলির ‘আরআরআর’, সঞ্জয় লীলা ভন্সালীর ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ঋষভ শেট্টির ‘কান্তারা’ ও প্যান নলিনের ছবি ‘চেলো শো’। এদের মধ্যে প্যান নলিনের ‘চেলো শো’ ভারতের তরফে অস্কারের অফিশিয়াল এন্ট্রি। রাজামৌলির ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি মনোনীত হয়েছে অস্কারের সেরা গানের বিভাগে। এ ছাড়াও ৩০১টি ছবির এই তালিকায় রয়েছে একাধিক মরাঠি ছবি, কন্নড় ছবি এবং মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’।
Best wishes to the entire team of "The Kashmir Files" for being nominated for Oscar awards. @mamataofficial had opposed this movie & had announced that this movie will not be tax-free in West Bengal. Mithun da has also been nominated in the best actor category. Truth triumphs! https://t.co/tIX86gM4im
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) January 10, 2023
তবে বলে রাখা ভাল, এই তালিকা অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা নয়। মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে যে যে ছবি, সেই ছবিগুলির নামের তালিকা। তালিকায় জায়গা পাওয়া সব ছবির জন্য টুইটে শুভেচ্ছা জানিয়েছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
২০২২-এর মার্চে মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য কাশ্মীর ফাইল্স। নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া অত্যাচার ও উপত্যকা থেকে তাঁদের উৎখাত করার প্রেক্ষাপটে তৈরি এই ছবি নিয়ে কম বিতর্ক হয়নি। সম্প্রতি ২০২২ সালের ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও কড়া সমালোচনার মুখে পড়ে এই ছবি। ইফির মঞ্চে এই ছবিকে ‘অশ্লীল’ আখ্যা দেন চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন নাদাভ লাপিড। তাঁর মন্তব্যকে সমর্থন করেন একাধিক জুরি সদস্য। এই ঘটনার কয়েক মাস পরেই বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল ‘দ্য কাশ্মীর ফাইল্স’। এত দিনে আশা করি, সব অভিযোগের যোগ্য জবাব পেয়েছেন সমালোচকরা, মন্তব্য বিবেক অগ্নিহোত্রীর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy