Advertisement
২৪ নভেম্বর ২০২৪
Phirki

৮৪ দিনে বড় হয়ে যাচ্ছে ‘ফিরকি’, ধারাবাহিকে আসছে বদল

ছোট থেকে বৃহন্নলা মায়ের সঙ্গে থাকতে থাকতে তাকে চেনা জানা, অন্যের চোখ দিয়ে এতদিনের চেনা মাকে নতুন করে দেখা, মেনে নেওয়া এই স্তরগুলো দেখাতে গিয়েই চ্যানেল এতদিন এই ধারায় গল্প বলেছে।

চিত্রনাট্যের দাবি মেনে ছোট নয়, বড় ফিরকি তার লক্ষ্মী মায়ের সঙ্গে। ছবি ফেসবুক থেকে নেওয়া।

চিত্রনাট্যের দাবি মেনে ছোট নয়, বড় ফিরকি তার লক্ষ্মী মায়ের সঙ্গে। ছবি ফেসবুক থেকে নেওয়া।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ১২:৪১
Share: Save:

লক্ষ্মী ছাড়া ফিরকি থাকতে পারবে? বা ফিরকি ছাড়া লক্ষ্মী? প্রশ্ন দুটোর জন্ম ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’-এর ‘মা’ বদলে যেতেই। একই ঘটনা জি বাংলার একদম ভিন্ন স্বাদের মেগা ‘ফিরকি’র সঙ্গেও ঘটতে পারে। কারণ, লকডাউনের আগের ’ফিরকি’ ওরফে মাহী ক্লাস ওয়ানের বাচ্চা। নয়া নির্দেশিকা অনুযায়ী যার এখুনি ফেরার কোনও চান্স নেই।
তা হলে?
প্রশ্নে প্রশ্নে মন তোলপাড় হতেই ফোন আর্যা বন্দ্যোপাধ্যায় ওরফে ‘লক্ষ্মী’-কে। শুনেই তাঁর বিষণ্ণ প্রতিক্রিয়া, “এটা তো ভেবে দেখিনি! মাহী এখন শুটিংয়ে আসবে কী করে? বড্ড মনখারাপ হয়ে গেল। লকডাউন শুরুর পর থেকে অনেক দিন মেয়েটাকে দেখিনি।”
একই সঙ্গে আর্যার যুক্তি, যেহেতু এই মেগার গল্পের বুনোট বা কেন্দ্রীয় ভর ‘লক্ষ্মী’ আর তার মেয়ে ‘ফিরকি’, তাই এদের ছাড়া ধারাবাহিকই চলবে না। দুই চরিত্র বাঁচবে, এগিয়ে যাবে একে অন্যকে আশ্রয় করে। এদের আলাদা করলে গৃহযুদ্ধ বাঁধবে দর্শক মহলে। কারণ, এই ধারাবাহিকের হাত ধরে সমাজের ‘লক্ষ্মী’রা এখন অনায়াস বিচরণ করে বাঙালি ড্রইংরুমে।
অর্থাৎ, এখানেও বদল আসতে চলেছে?

আরও পড়ুন: লড়াকু মনোভাবেই টলিউডে বেঁচে আছেন এই তারকারা

প্রশ্ন শুনেই থমকালেন আর্যা “এই প্রশ্নের উত্তর একমাত্র জানে প্রযোজক সংস্থা অ্যাক্রোপলিস ওয়ান।”
এ বার ফোন সংস্থার প্রতিনিধি স্নিগ্ধা সুমিত বসুকে। প্রশ্ন শুনেই সবিস্তারে তাঁর উত্তর, ‘‘আমাদের আগের থেকেই পরিকল্পনা ছিল, তিন বয়সের ফিরকি গল্পে থাকবে। শুরুতে একদম ছোট, তার পর টিনএজ ফিরকি। যে নতুন করে চিনবে, বুঝবে বৃহন্নলা মা-কে। সবশেষে পরিণত ফিরকি। যে মায়ের ঢাল হয়ে দাঁড়াবে।করোনা সংক্রমণের আগেই তাই ঠিক ছিল, জুলাই-অগস্ট মাসে শিশু ফিরকির জায়গায় কিশোরী ফিরকিকে আনব। করোনা সেই বদলকেই হয়ত এগিয়ে দিচ্ছে।” চ্যানেল ভেবেছিল, শুরু থেকেই পরিণত ফিরকিকে দেখালে গল্পে এটাই দেখাতে হত, হয় সে মাকে মেনে নিচ্ছে, নয় তো নয়। কিন্তু ছোট থেকে বৃহন্নলা মায়ের সঙ্গে থাকতে থাকতে তাকে চেনা জানা, অন্যের চোখ দিয়ে এতদিনের চেনা মাকে নতুন করে দেখা, মেনে নেওয়া এই স্তরগুলো দেখাতে গিয়েই চ্যানেল এতদিন এই ধারায় গল্প বলেছে।

ছোট 'ফিরকি' মাহী আপাতত ছুটিতে। ছবি ফেসবুক থেকে নেওয়া।

লক্ষ্মীদের সমাজে একমাত্র জায়গা করে দিতে পারেন সমাজের প্রভাব-প্রতিপত্তিওয়ালা বিশিষ্ট ব্যক্তিত্বেরা। হতে পারেন তিনি রাজনৈতিক, হতে পারেন তিনি সমাজকর্মী।স্বাদ বদলের ইঙ্গিত সে দিকেই। এ বার হেসে ফেললেন স্নিগ্ধা, “মেগায় এমএলএ পরিবার কি এমনি এমনি রাখা হয়েছে?”
তার মানে, রাজনৈতিক ছত্রছায়ায় দিন বদলের গল্প বলবে ‘ফিরকি’।
কিশোরী ফিরকি আসছে কবে থেকে?

আরও পড়ুন: পাওয়া গেল সুশান্তের ৫টি ডায়েরি, ঘনিষ্ঠদের সমন পাঠাবে প্রশাসন

প্রশ্ন করা হয়েছিল আর্যা, স্নিগ্ধা দু’জনকেই। আর্যা চুপ। দুটো প্রশ্নেরই জবাব দিলেন স্নিগ্ধা, “জানতে গেলে দেখতে হবে রাত ন’টায় জি বাংলায় সম্প্রচারিত এই ধারাবাহিক। ইতিমধ্যেই লক্ষ্মী আর ফিরকি সমাজের দৃষ্টি আগের থেকে কিছুটা বদলাতে পেরেছে। এক্ষুণি সব ফাঁস করলে টানটান উত্তেজনা থাকবে না।”
তবে আড়াই মাস পরে দিন বদলের গল্প শোনাতে গিয়ে ‘ফিরকি’তেও যে বড় বদল নজরে পড়বে সে বিষয়ে কোনও সন্দেহই রইল না।

অন্য বিষয়গুলি:

Phirki Television Serial
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy