Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪

লকডাউনে প্রেম চৌপাট? কবিতায় কথা সারছেন শ্রীমা-গৌরব!

 প্রেম সেলিব্রেট করতে তিরুমালাই ঘুরে এসেছেন দু’জনে, চৈত্রমাসে, রঙের উৎসবে। এবার কী লিখেছেন ছোট পর্দার যথেষ্ট চেনা মুখে শ্রীমা-গৌরব?

শ্রীমা-গৌরব!

শ্রীমা-গৌরব!

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২০ ১৩:৪২
Share: Save:

ইটস অফিসিয়াল! প্রেম করছেন বা বলা ভাল, সম্পর্কে রয়েছেন শ্রীমা ভট্টাচার্য, গৌরব রায়চৌধুরী। এসব অবশ্য পুরনো কাসুন্দি। লকডাউনে আপাতত প্রেম চৌপাট। দেখা সাক্ষাৎ নেই। বদলে কাব্যি জেগেছে যুগলের মনে। সেই কবিতা ইনস্টাগ্রামে পোস্ট করে মনের ভাব প্রকাশ করছেন বিনা দ্বিধায়! খুল্লামখুল্লা।

প্রেম সেলিব্রেট করতে তিরুমালাই ঘুরে এসেছেন দু’জনে, চৈত্রমাসে, রঙের উৎসবে। এবার কী লিখেছেন ছোট পর্দার যথেষ্ট চেনা মুখে শ্রীমা-গৌরব?

তিন লাইনের কবিতায় অন্ত্যমিল একেবারেই নেই। কিন্তু ‘ভালবাসি’, ‘তোমাকে চাই’....এই ভাবগুলো অতিরিক্ত রকম স্পষ্ট--

“কাছে এসে আধো হেসে বলে যে,

চলো যাই সব পেয়েছির দেশে

ছুঁয়ে যাই ভালবেসে সে তুমি....”

She missed the last bus and the nature added to her misery when it started to rain in December. She sighed when his Pink umbrella gave her shelter and his Words “let’s share “ turned into a promise Of lifetime.. December rain brought two soulmates Together.. #Photograph #Smile #Love #Romance #Photography #Happy #couplegoals #loveyou #myheart #instagood #instagram #dedicated #liveourbestlife #hug #missyou @shreemabhattacherjee

A post shared by GOURAB ROY CHOWDHURY (@gourab_official) on

শ্রীমা-গৌরবের প্রেম অনেকটা গল্পকথার মতোই। সেই ডিসেম্বরের বৃষ্টিভেজা এক বিকেল। কপালগুণে শেষ বাসটা মিস। গোলাপি ছাতার নীচে তাঁরা দু’জনে। বৃষ্টির ছাটে নায়িকার লজ্জা-ভেজা মুখ। লুকোতে গৌরবের চওড়া কাঁধই ভরসা!

সেই শুরু....। ছাতা বাড়িয়ে পর্দার নায়কের মতোই মৃদু গলায় গৌরব বসেছিলেন, “এসো, ভাগ করে নিই।”

একবারও বলেননি, জীবনটাকেও....। কিন্তু শ্রীমা বুঝে নিতে একটুও ভুল করেননি।

আরও পড়ুন- ঝিনুকের উপর রাগে অশালীন আক্রমণ প্রমিতাকে

সেই দিন থেকে রোজ প্রেম করছেন, প্রেমে পড়ছেন শ্রীমা-গৌরব। ঠিক যে ভাবে রোজ জি বাংলার ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে গৌরব দীপ্ত সাজেন। সান বাংলার ‘বেদের মেয়ে জ্যোৎস্না’য় শ্রীমা জ্যোৎস্না। কিংবা তারও আগে ‘জামাই রাজা’, ‘মহা্প্রভু শ্রীচৈতন্য’, ‘নাগলীলা’য় অভিনয়ের মতো। কেজো ছেলে-মেয়েদের প্রেমটাও তাঁদের মতো করেই। এই শুটিং, লাইট-ক্যামেরা-সাউন্ড-অ্যাকশনে ডুব। ছুটি মিললেই জমিয়ে জন্মদিন উদযাপন।

হ্যাঁ, ভী-ষ-ণ রোম্যান্টিক ভাবে, ঘটা করে শ্রীমার জন্মদিন উদযাপন করেছেন গৌরব। কবিতা তখনই আসে, যখন হৃদয়ে প্রেম পূর্ণতা পায়।শ্রীমা-গৌরব তাই এই সপ্তাহের দু’দিনের ‘লকডাউন বিরহ’ ভুলতে যক্ষের মতোই কবিতাকে দূত বানিয়েছেন।যতই ‘একুশ’ আসুক....ইটস হ্যাপেনিং....প্রেম এলে আজও এ ভাবেই কবিতা আসে।

অন্য বিষয়গুলি:

Gourab Roy Chowdhury Shreema Bhattacharjee tollywood love couple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy