দিন কয়েক আগেই প্রাণসংশয় হয়েছিল সুধাময়ীর। অনেক সাধ্যসাধনার পর স্বামী তেজ তাকে ফিরিয়ে এনেছে জীবনের দিকে। হাসপাতালে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সুধা, বাইরে তখন অস্থির হয়ে দাঁড়িয়েছিল তার বোন, দেওর, ননদেরা। কিন্তু সত্যিই কি তাই? বাস্তবের কড়া সত্যিটা এত দিনে ফাঁস করলেন ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে সুধার চরিত্রাভিনেত্রী সোনামণি সাহা।
আরও পড়ুন:
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছোট ভিডিয়ো ফাঁস করেছেন সোনামণি। সেখানে প্রথমেই দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায়, সঙ্কটজনক অবস্থা। মাথায় আঘাতের চিহ্ন। কপালে ব্যান্ডেজ, নাকে অক্সিজেন মাস্ক লাগানো। এই মুহূর্তে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে সোনামণি সাহাকে।
এ দিকে ছোট পর্দায় যাদের দেখা যাচ্ছিল সুধার জন্য চিন্তা করতে সেই সহ-অভিনেতারা কাচের দরজার ও পার থেকে সোনামণিকে দেখে মুখ বেঁকাচ্ছেন। কেউ জিভ বার করে নানা ভঙ্গি করছেন। সে সব দৃশ্য দেখে হেসে ফেলেছেন সোনামণি নিজেও। আসলে এই ভিডিয়ো অভিনেত্রীর মোবাইল ক্যামেরায় বন্দি হয়েছে। বোঝাই যাচ্ছে, শুটিংয়ের অবসরে সকলে মিলে একটু মজা করতে চাইছেন। কিন্তু হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন অভিনেত্রী, এমন দৃশ্য দেখাতে গিয়ে সত্যিই তাঁকে আলাদা করে ফেলা হয়েছে অন্যদের থেকে। কাচের জানলার ও পার থেকেই তাই চলছে খুনসুটি। সেই দলে রয়েছেন অভিনেত্রী গীতশ্রী রায় থেকে কুশল চক্রবর্তীও।
ভিডিয়োটি পোস্ট করে সোনামণি ফেসবুকে লিখেছেন, ‘‘হাসপাতালে কেউ ভর্তি থাকলে, তাকে দেখতে এসে মানুষ এ রকম করতে পারে!’’ সত্যিই ভাবা যায় না, যে পরিজনেরা পর্দায় দুশ্চিন্তা করছিলেন সুধার জন্য, তারাই মুখ বেঁকিয়ে ব্যঙ্গ করছেন! তবে গোটাটাই সোনমণি বলেছেন মজা করে। তাঁর অনুরাগীরাও মজা পেয়েছেন এমন ভিডিয়ো দেখে। যাঁরা নিয়মিত ‘শুভ বিবাহ’ দেখেন তাঁরা সহ-অভিনেতাদের এমন কাণ্ড দেখে হাসির ইমোজি দিয়েছেন দেদার।