শাশ্বত এবং রুদ্রনীল।
দৃশ্য ১: শাশ্বত চট্টোপাধ্যায় নার্সিংহোমের লাশকাটা ঘরে। এক শিশুর দেহের সামনে। গলায় স্টেথোস্কোপ। নিমেষে তাঁকে ঘিরে নিল সংবাদমাধ্যম। কেন?
দৃশ্য ২: বাচ্চাদের টেডি বিয়ারের লোভ দেখিয়ে কাছে টানার চেষ্টা করছেন রুদ্রনীল ঘোষ। চোখেমুখে ক্রুর ছায়া! বাচ্চারা তাই দোনোমোনো করছে কাছে ঘেঁষতে। কী কারণে?
দৃশ্য ৩: শাশ্বতর মতো গলায় স্টেথো সায়নী ঘোষেরও। অর্থাৎ, তিনিও 'ডাক্তারবাবু'। কিন্তু তাঁকে দেখেই জনতা এমন পাগলের মতো ক্ষেপে উঠছে কেন?
দৃশ্য ৪: একাধিক বার মুখোমুখি শাশ্বত-রুদ্রনীল। দৃষ্টির ক্রূরতা, আচরণের রূঢ়তা বলছে, বন্ধুত্ব মুছে গিয়েছে তাঁদের। কী ভাবে?
এ রকম বহু প্রশ্নের জন্ম দিয়েছে সপ্তাশ্ব ঘোষের মুক্তি পাওয়া দ্বিতীয় ছবি ‘প্রতিদ্বন্দ্বী’র ট্রেলার। প্রশ্নগুলো এটাও বুঝিয়ে দিচ্ছে, ছবিটির পরতে পরতে জড়িয়ে রহস্য, অপরাধ জগতের কালো ছায়া। পরিচালকের কথায়, ডার্ক থ্রিলার জঁরের এই ছবির হাত ধরে সামনে আসছে চিকিৎসা শাস্ত্রের সঙ্গে অশুভ শক্তির আঁতাত।
আরও পড়ুন: ‘মোহদীপ’-এর বিয়ে, রেটিংয়ে আবার প্রথম ‘মোহর
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ। এছাড়াও রয়েছেন সায়নী ঘোষ, সৌরভ দাস আর এক ঝাঁক শিশুশিল্পী। প্রযোজনায় স্টার মিডিয়া ভেঞ্চার্স, প্রত্যুষ প্রোডাকশনস, নিও স্টুডিয়ো।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy