কলকাতা কখনও থামতে শেখেনি! নানা অঘটনে সাময়িক হয়তো চলার গতি থমকেছে। শহর তার পরেই যে কে সেই। উল্টোরথেও আরও এক বার সেটাই দেখল শহরবাসী। টিম ‘কলকাতা চলন্তিকা’ ইসকন মন্দির প্রাঙ্গনে হাজির হতেই ২৫ হাজার লোকের জমায়েত। তাঁদের সাক্ষী রেখে ছবির নাম দিয়ে তৈরি মিষ্টিতে জগন্নাথদেবের পুজো। পরে সেই মিষ্টি বিতরণ। এ ভাবেই শুভ দিনে ছবির প্রচার শুরু করলেন পরিচালক পাভেল। বড় পর্দায় পোস্তা সেতু ভেঙে পড়ার নেপথ্য কাহিনি ধরা দেবে আগামী ২৬ অগস্ট।
কথা ছিল, এই জোটে যোগ দেবেন অপরাজিতা আঢ্য, ইশা সাহা, দিতিপ্রিয়া রায়রাও। পুজোর উদ্যাপনে ব্যস্ত থাকায় তাঁরা গরহাজির। বদলে আসর মাতিয়েছেন সৌরভ দাস, ‘বং গাই’ কিরণ দত্ত, প্রযোজক শতদ্রু চক্রবর্তী, শতাব্দী চক্রবর্তী। প্রত্যেকে শনিবার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেছেন। ইসকনের পুজোয় অংশ নিয়েছেন। রথ টেনেছেন জগন্নাথদেবের। উল্টোরথের আগের দিন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় ৫০-এ পা রেখেছেন। ‘শহরের গর্ব’কে সম্মান জানিয়ে পাভেল ঘোষণা করেছেন ছবি-মুক্তির তারিখ। একঝাঁক তারকাখচিত ছবিটি মুক্তি পাবে মাদার টেরেসার জন্মদিনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy