কঙ্গনা এবং তাপসী।
নাম না করেই এ বার কঙ্গনাকে পাল্টা দিলেন অভিনেত্রী তাপসী পান্নু। তাঁর প্রতি কঙ্গনার ‘মুভি মাফিয়ার স্তাবক’ মন্তব্যের প্রেক্ষিতে কঙ্গনাকে তিক্ত, অসুখী মানুষ হিসেবে পাল্টা আক্রমণ ‘পিঙ্ক’ অভিনেত্রীর।
বলিউডের স্বজনপোষণ নিয়ে অনেক বছর ধরেই সরব কঙ্গনা। সুশান্তের মৃত্যুর কারণ হিসাবেও এই প্রথাকে দায়ী করে মুখ খুলেছেন তিনি, এর আগে প্রকাশ্যে কর্ণ জোহর থেকে আদিত্য চোপড়া, বলিউডের তামাম পরিচালক-প্রযোজককে স্বজনপোষণের ধ্বজাধারী বলে ঠুকেছেন কঙ্গনা।
সুশান্ত কাণ্ডের পর স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছেন তাপসীও। বহিরাগত তিনিও। তাই স্টার কিডদের বাড়বাড়ন্তে তাঁরও যে বেশ কয়েকটি ছবি হাতছাড়া হয়েছে তা প্রকাশ্যেই বলেছেন তিনি। কিন্তু কোন ছবি, কোন স্টারকিড তা নিয়ে নীরব থেকেছেন তাপসী। আর এতেই চটেছেন কঙ্গনা এবং তাঁর টিম।
কঙ্গনার টুইট
Many chaploos outsiders consistently try to derail d movements started by Kangana,dey want to b in movie mafia good books,dey gt movies & awards fr attacking Kangana & dey take part in open harassment f a woman,shame on u @taapsee u reap the fruits f hr struggles bt gang up on hr https://t.co/0XZqVLsPok
— Kangana Ranaut (@KanganaTeam) July 4, 2020
বছর কয়েক আগে ‘নাম শাবানা’ ছবি মুক্তির সময়ে কঙ্গনার উদ্দেশে তাপসী একবার বলেছিলেন, ‘‘কাজ না পেলে সব সময় স্বজনপোষণকে দায়ী করা ঠিক নয়।’’ সেই কথাই টেনে এনে কঙ্গনার বক্তব্য, তা হলে এখন সরব কেন তাপসী? তিনি লিখেছেন, ‘‘বহিরাগতদের যে আন্দোলন আমি শুরু করেছিলাম, অনেক বহিরাগতই তাতে বারেবারে বাধা দিয়েছে। আমাকে সরাসরি আক্রমণ করেছে। অপমান করেছে। ফলস্বরূপ তাদের ভাগ্যে জুটেছে ভাল ছবি, পুরস্কার। যে গাছ কঙ্গনা পুঁতেছিল তারই ফল খাচ্ছ তুমি, তাপসী, লজ্জা হওয়া দরকার।’’
আর এরই পরিপ্রেক্ষিতে তাপসী কতগুলো ইংরেজি কোট শেয়ার করেন টুইটারে। যাতে লেখা, “অসুখী মানুষদের মতো ব্যবহার করো না। বরং তাঁদের আচরণ থেকে শিক্ষা নাও কী রকম আচরণ করা উচিত নয়।”
তাপসীর টুইট
A couple of things have followed in my life , especially the last few months. Really helped in seeing life in a better light. Brought me a lot of peace n perspective so sharing it. pic.twitter.com/77tyjxvnRv
— taapsee pannu (@taapsee) July 4, 2020
তাঁর আরও বক্তব্য, “বিটার পিপল। ভগবান তাঁদের ভালবাসে। আমরাও ভালবাসি। ইতিবাচকতার মধ্যেও তাঁরা নেতিবাচক দিক খুঁজে পান। ওঁদের জন্য প্রার্থনা করুন। আপনি কিন্তু তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বরং তাঁদের মানসিক বিকাশের জন্য প্রার্থনা করুন।”
দুই বহিরাগত’র তরজায় যদিও নেটাগরিকদের সমর্থন কঙ্গনার দিকেই বেশি, অন্তত টুইটার বলছে এমনটাই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy