কোথায় অভিনেত্রী তাপসী পান্নু আর কোথায় ক্রিকেটার মিতালি রাজ! সম্পূর্ণ ভিন্ন দুই ব্যক্তিত্ব, ভিন্ন পেশার দুই নারী। ব্যাপারটা রপ্ত করবেন কী ভাবে? শ্যুটিং শুরুর আগে কিছুতেই বুঝতে পারছিলেন না তাপসী। কিন্তু মিতালির সঙ্গে প্রথম দেখার পর আস্তে আস্তে জট পরিষ্কার হতে শুরু করে ‘থাপ্পড়’ অভিনেত্রীর। স্বল্পভাষী মিতালিকে মন দিয়ে পর্যবেক্ষণ করেন তাপসী, প্রথম আলাপেই। সেখানেই শুরু হয় ‘শাবাশ মিঠু’-র প্রস্তুতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।
তাপসী বলেন, ‘‘মিতালি খুব কম কথার মানুষ। আমায় প্রায় কিছুই বলেননি প্রথম দেখার পর। কী করব,বুঝতে পারছিলাম না। কী ভাবে জানব-বুঝব তাঁকে?’’
তাই পর্যবেক্ষণের পথ বেছে নিয়েছিলেন অভিনেত্রী। বোঝার চেষ্টা করছিলেন মিতালির লড়াইটা। মহিলা হয়ে ক্রিকেট খেলে একটা প্রাপ্য সম্মান ছিনিয়ে নিয়েছেন তিনি। সমতার দাবিতে সোচ্চার হয়েছেন।
তাপসী জানান, মিতালি যতই নীরব থাকুন, ওঁর চারপাশ পর্যবেক্ষণ করে মানুষটাকে বোঝার চেষ্টা করেছেন। ক্রিকেটার মিতালি, বিশেষত অধিনায়ক মিতালিকে ফুটিয়ে তোলার প্রতিটি দৃশ্যে সে কথা মনে রেখে অভিনয় করেছেন তাপসী।
সেই ছবি নিয়ে বলিউডে পাড়ি দিচ্ছেন বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আগামী ১৫ জুলাই মুক্তি পাবে ‘শাবাশ মিঠু’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy